TRENDING:

'মতুয়ারা উদ্বাস্তুদের পক্ষে, আমিও মতুয়া সংঘের সদস্য'

Last Updated:

এনআরসি-র বিরোধিতায় ইতিমধ্যেই মতুয়ারা বিক্ষোভ দেখিয়েছে৷ বিরোধিতা চলছে বিভিন্ন মহলে৷ সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'মতুয়াদের আন্দোলনকে সমর্থন করি৷ মতুয়া সংঘ বরাবর উদ্বাস্তুদের পক্ষে৷ আমিও মতুয়া সংঘের সদস্য৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গাইঘাটা: অসমে জাতীয় নাগরিক পঞ্জী (NRC) নিয়ে ফের বিজেপি-কে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার এনআরসি নিয়ে মতুয়াদের আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, 'এনআরসি-র নামে অসমে বাঙালি খেদাও চলছে৷ মমতাবালা ঠাকুররা ওখানে গিয়েছিলেন৷ ওঁদের ঢুকতে বাধা দেওয়া হয়৷'
advertisement

এনআরসি-র নামে বিজেপি নোংরা রাজনীতি করছে বলেও তীব্র সমালোচনা করেন মমতা৷ বলেন, 'মতুয়া সম্প্রদায়ের বরাবরই লক্ষ্য ঐক্য৷ বিভেদ নয়৷ বহু বাঙালির নাম এনআরসি থেকে বাদ পড়েছে৷ বাংলা ভাষায় কথা বলা অপরাধ নয়৷ এনআরসি-র নামে যে ধরনের নোংরা রাজনীতি করা হচ্ছে, এই ধরনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই৷'

এনআরসি-র বিরোধিতায় ইতিমধ্যেই মতুয়ারা বিক্ষোভ দেখিয়েছে৷ বিরোধিতা চলছে বিভিন্ন মহলে৷ সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'মতুয়াদের আন্দোলনকে সমর্থন করি৷ মতুয়া সংঘ বরাবর উদ্বাস্তুদের পক্ষে৷ আমিও মতুয়া সংঘের সদস্য৷'

advertisement

আরও ভিডিও: NRC ইস্যুতে বিরোধিতা কোন পথে?

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'মতুয়ারা উদ্বাস্তুদের পক্ষে, আমিও মতুয়া সংঘের সদস্য'