গঙ্গাসাগরে HMPV ভাইরাস নিয়ে বলতে গিয়ে মমতা বলেন, ‘‘ভাইরাস নিয়ে এখনই চিন্তা করার কিছু নেই। হলে আমরা বলব। সি.এস আজ মিটিং করবে। প্রাইভেট চক্র টাকা ইনকামের জন্য এই আতঙ্ক ছড়ায়। আমি স্বাস্থ্যসাথী করেছি সারা বছর পরিবারের চিকিৎসার জন্য। এখানে একটা জ্বরেই যদি দুই তিন লাখ টাকা বিল করে দেয় কীভাবে চলবে?’’
advertisement
মঙ্গলবার গঙ্গাসাগরে এসে ১৬১ টাকার প্রকল্পও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানালেন, ‘‘আজ আমার সঙ্গে সিএস (চিফ সেক্রেটারি), অনেক সেক্রেটারিও আছেন। আপনারা শুনলেন ১৬১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করা হল। মুড়ি গঙ্গা টেন্ডার হয়ে গিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ১৫০০ কোটি টাকা রাখা হয়েছে। মুড়ি গঙ্গাতে ড্রেজিং করে গভীরতা বাড়ানো হয়েছে। যাতে ২০ ঘন্টা লঞ্চে যাতায়াত করতে পারে। মেলায় ২২৫০ টি সরকারি বাস, ৩২ টি ভেসেল, ব্যবহার করা হবে। জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে।’’