গতকাল দুপুরে মাঠে খেলতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি তেহট্টের নিশ্চিন্তপুরের তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। সারাদিন ধরে খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে না পেয়ে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন।
advertisement
শিশুর খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হয়। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ত্রিপলে মোড়া শিশুর মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। এরপরই উত্তেজনা ছড়ায় গ্রামে।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময়…! শুক্রের ঘরে মঙ্গল গোচর, কপাল পুড়বে ৫ রাশির, আর্থিক কষ্ট, জীবন ‘নরক’ করে ছাড়বে…
মৃতের পরিবারের অভিযোগ প্রতিবেশী উৎপল মণ্ডল ওই শিশুকে খুন করে দেহটি জলে ফেলে দিয়েছে। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ। তারা অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। গ্রামবাসী অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালাচ্ছে এখনও উত্তেজনা রয়েছে।
গণ প্রহারেই সম্ভবত দু’জনের মৃত্যু হয়েছে। পুরো এটাকায় তুমুল উত্তেজনা এলাকায়। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়। গণ প্রহারে অভিযুক্ত-সহ তিন জন গুরুতর জখম হয়। পুলিশ তাদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।