সূত্রের খবর, গত ২০ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রীকে স্কুল থেকে ডেকে নিয়ে গিয়ে স্কুলের বাইরে কোনও এক জায়গায় প্রকাশ্যে মারধর করার ভিডিও ভাইরাল করা হয়। এরপর ঘটনা যখন স্কুলছাত্রীর বাড়ির লোক জানতে পারেন, তাঁরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে বিষয়টি দেখার অনুরোধ জানান। কিন্তু স্কুল চত্বরে ঘটনাটি না ঘটায়, স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়ে দেয়।
advertisement
আরও পড়ুন: ২ মাস কেউ খোঁজ রাখেনি! খড়্গপুর আইআইটি ক্যাম্পাস থেকে অধ্যাপকের পচাগলা দেহ উদ্ধার
তবে, পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর বাড়ির লোকজন দাঁতন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং মঙ্গলবার রাতে ওই ঘটনার সঙ্গে যুক্ত এক যুবককে ষড়রঙ এলাকা গ্রেফতার করে দাঁতন থানার পুলিশ। ধৃত যুবককে বুধবার সকালে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর আদালতে। আদালত ধৃত ওই যুবককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তবে ঘটনার মূল অভিযুক্ত পলাতক। পুলিশ মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো শুরু করেছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার। মহিলার ওপর শারীরিক অত্যাচারের অপরাধে মামলা দায়ের করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দাঁতন থানার পুলিশ।
Partha Mukherjee