বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চলের জগদ্দল, ভাটপাড়া এলাকা। এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেশনের কাছে দেবশ্রী হলের মাঠে প্রতিবাদ-সভায় আসার কথা কানহাইয়ার। সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরোধিতায় ওই সভার আয়োজক সমাজকর্মী, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মঞ্চ।
কানহাইয়ার সঙ্গে সভায় বক্তা সিপিআইএম-এর মহম্মদ সেলিম, সিপিআই (এম-এল) লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য এবং শিল্পী ও বিদ্বজ্জনরা। বিকেলে ওই সভার আগে বিধাননগরে ইন্দ্রজিৎ গুপ্তর জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনায় যোগ দেওয়ার কথা কানহাইয়া, সেলিম, দীপঙ্কর ও প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2020 2:27 PM IST