সোমবার রাত থেকে উত্তপ্ত তমলুকের ময়নার বাকচা গ্রাম। ঘটনার সূত্রপাত মাস দেড়েক আগে। বিজেপি ও তৃণমূলের রেষারেষিতে একটু একটু করে উত্তেজনা বাড়ছিল। বারবার সংঘর্ষের জেরে এলাকায় বসানো হয় পুলিশ পিকেট। কিন্তু, বাকচা যে বারুদের স্তূপে তা টের পাওয়া গেল সোমবার রাতে। বিজেপি ও তৃণমূল সমর্থকদের নতুন করে সংঘর্ষ বাধে। পুলিশ যেতেই ধুন্ধুমার কাণ্ড বাধে। বোমাবাজি করা হয়। ভাঙচুর হয় পুলিশের গাড়ি। জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী।
advertisement
এমন নজিরবিহীন ঘটনায় তীব্র আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ বিজেপির। ময়না বিধানসভার বাকচা তৃণমূলের শক্ত জমি। সেখানে বিজেপির অস্তিত্ব মানছেন তমলুকের তৃণমূল প্রার্থী। দিব্যেন্দু অধিকারীর অভিযোগ, গণ্ডগোল পাকাচ্ছে বহিরাগতরা। সংঘর্ষের জেরে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। জারি তল্লাশি। উত্তপ্ত ভগবানপুরও। তিন কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার ভগবানপুর থানা ঘেরাও করে বিজেপি। কাঁথির তৃণমূল প্রার্থী শিশির অধিকারীর দেওয়াল লিখনে কাদা লেপার ওভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।