TRENDING:

Mamata Banerjee: ‘একটা কোটা হচ্ছে, যাঁরা কনস্টেবল হবে’, সিভিক ভলেন্টিয়ারের চাকরি নিয়ে বিশাল বার্তা মমতার

Last Updated:

Mamata Banerjee: খেজুরির সভা থেকে সিভিক ভলেন্টিয়ার দিয়ে বিশাল বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খেজুরি: খেজুরির সভা থেকে সিভিক ভলেন্টিয়ার দিয়ে বিশাল বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বললেন, ‘সিভিক ভলেন্টিয়ার, তোমরা জেনে রেখ, তোমাদের উন্নতি হবে৷ তোমাদের জন্য কোটা হচ্ছে৷ একটা কোটা হচ্ছে, যে খান থেকে কনস্টেবল হবে৷’’
ফাইল চিত্র
ফাইল চিত্র
advertisement

খেজুরির সভার শুরুতেই মমতা এদিন বলেন, ‘‘আমি অনেকদিন বাদে, ইলেকশনের পর সম্ভবত এখানে এলাম আমি, খেজুরিতে আমি এর আগেও মিটিং করতে এসেছি। আপনারা জানেন নন্দীগ্রাম, ভগবানপুর-এই জায়গায় এসে সংগঠিত হয়েছে। একসময় খেজুরি ঢোকা যেত না। আমাদের ছেলেমেয়েগুলোকে পুলিশ ঢুকিয়ে পোস্ট ভায়োলেন্সের নাম করে। নন্দীগ্রাম-এর অত্যাচার এর কাহিনী আপনারা জানেন।’’

আরও পড়ুন- ভুল মেসেজ পাঠিয়ে আর নেই চিন্তা, চট করে বদলান লেখা! WhatsApp আনছে দুর্দান্ত ফিচার

advertisement

আরও পড়ুন- বাইডেন, সুনাককে দশ গোল! মোদি ভেঙে দিলেন সব রেকর্ড, গ্লোবাল রেটিংয়ে ধামাকা

উন্নয়ন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আপনাদের আগামী শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি৷ আপনাদের এমন কোনও কাজ নেই, যা আমি করিনি৷ অনেক কাজ আপনারা দেখেছেন৷ আজ মনে রাখবেন, এতদিন পরে কেন আমি এখানে এলাম৷ পরীক্ষা চলছিল, সেই কারণে৷ আমার ছাত্রছাত্রীরা ভাল রেজাল্ট করুক৷ পড়াশোনার কোনও অসুবিধা হবে না৷’’

advertisement

নন্দীগ্রাম নিয়ে মমতা বলেন, ‘‘নন্দীগ্রাম সূর্যোদয় হয়েছিল তখন ১০ দিন বার হতে দেয়নি৷ তখন কিন্তু গদ্দারদের দেখা যায়নি৷ ওরা মিথ্যে কথা বলে৷ আমি তখন এসেছিলাম৷ আমার গাড়ি চণ্ডীপুরে আটকে রাখা হয়েছিল৷ আমাকে পেট্রোল বোমা মারতে চেয়েছিল৷’’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: ‘একটা কোটা হচ্ছে, যাঁরা কনস্টেবল হবে’, সিভিক ভলেন্টিয়ারের চাকরি নিয়ে বিশাল বার্তা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল