খেজুরির সভার শুরুতেই মমতা এদিন বলেন, ‘‘আমি অনেকদিন বাদে, ইলেকশনের পর সম্ভবত এখানে এলাম আমি, খেজুরিতে আমি এর আগেও মিটিং করতে এসেছি। আপনারা জানেন নন্দীগ্রাম, ভগবানপুর-এই জায়গায় এসে সংগঠিত হয়েছে। একসময় খেজুরি ঢোকা যেত না। আমাদের ছেলেমেয়েগুলোকে পুলিশ ঢুকিয়ে পোস্ট ভায়োলেন্সের নাম করে। নন্দীগ্রাম-এর অত্যাচার এর কাহিনী আপনারা জানেন।’’
আরও পড়ুন- ভুল মেসেজ পাঠিয়ে আর নেই চিন্তা, চট করে বদলান লেখা! WhatsApp আনছে দুর্দান্ত ফিচার
advertisement
আরও পড়ুন- বাইডেন, সুনাককে দশ গোল! মোদি ভেঙে দিলেন সব রেকর্ড, গ্লোবাল রেটিংয়ে ধামাকা
উন্নয়ন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আপনাদের আগামী শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি৷ আপনাদের এমন কোনও কাজ নেই, যা আমি করিনি৷ অনেক কাজ আপনারা দেখেছেন৷ আজ মনে রাখবেন, এতদিন পরে কেন আমি এখানে এলাম৷ পরীক্ষা চলছিল, সেই কারণে৷ আমার ছাত্রছাত্রীরা ভাল রেজাল্ট করুক৷ পড়াশোনার কোনও অসুবিধা হবে না৷’’
নন্দীগ্রাম নিয়ে মমতা বলেন, ‘‘নন্দীগ্রাম সূর্যোদয় হয়েছিল তখন ১০ দিন বার হতে দেয়নি৷ তখন কিন্তু গদ্দারদের দেখা যায়নি৷ ওরা মিথ্যে কথা বলে৷ আমি তখন এসেছিলাম৷ আমার গাড়ি চণ্ডীপুরে আটকে রাখা হয়েছিল৷ আমাকে পেট্রোল বোমা মারতে চেয়েছিল৷’’