TRENDING:

Crime News: প্রেমে প্রত্যাখ্যাত, ফাঁকা রাস্তায় তরুণীকে একা পেয়ে যা করল সিভিক ভলেন্টিয়ার, রক্তে ভাসল রাস্তা, হাসপাতালে নিয়ে যেতেই...

Last Updated:

Crime News: দীর্ঘদিন ধরেই সুস্মিতার উপর দৃষ্টি ছিল বিশ্বজিতের। কিন্তু সুস্মিতা কিছুতেই বিশ্বজিতের প্রস্তাবে রাজি হয়নি। আর সেই কারণেই এই হামলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপ বিশ্বাস, বাসন্তী : গ্রামের এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল পেশায় বাসন্তী থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ খাঁ। কিন্তু সুস্মিতা মন্ডল নামের সেই মেয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করে। অভিযোগ সেই রাগে শুক্রবার সকালে ধারালো দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে সুস্মিতাকে। পাশাপাশি নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত বিশ্বজিৎ।
রাজস্থানে রোমহর্ষক খু*ন! স্বামীকে শেষ করতে ১ লাখের সুপারি! শরীরে ৩০ বার কো*প...! জানুন রিঙ্কুর হাড়হিম করা ঘটনা...representative image
রাজস্থানে রোমহর্ষক খু*ন! স্বামীকে শেষ করতে ১ লাখের সুপারি! শরীরে ৩০ বার কো*প...! জানুন রিঙ্কুর হাড়হিম করা ঘটনা...representative image
advertisement

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া মোড় এলাকায়। ঘটনায় গুরুতর অসুস্থ দু’জনকেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এরপর দু’জনে অবস্থার অবনতি হলে তাদেরকে কলকাতা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় সুস্মিতার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে।

আরও পড়ুন-আর মাত্র কয়েকঘণ্টা…! জন্মাষ্টমীতে ভুলেও উপোস করবেন না ‘এঁরা’, ছোট্ট ভুলেই সংসারে ঘোর অমঙ্গল, বিপদের খাঁড়া ঝুলবে এদের কপালে, জানুন কাদের বারণ?

advertisement

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই সুস্মিতার উপর দৃষ্টি ছিল বিশ্বজিতের। কিন্তু সুস্মিতা কিছুতেই বিশ্বজিতের প্রস্তাবে রাজি হয়নি। আর সেই কারণেই এই হামলা। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

আরও পড়ুন-গ্যারান্টি…! ‘নীল অপরাজিতা’-ই খুলবে পোড়া কপাল! ‘এই’ কোণে লাগালেই মালামাল, হু হু করে আসবে টাকা, জেগে উঠবে মরা ভাগ্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতার পরিবারের দাবি, শুক্রবার বাড়ি ফিরছিল বেঙ্গালুরু থেকে নার্সিং পড়ুয়া ছাত্রী সুস্মিতা ৷ আচমকায় তার উপরে দাঁ দিয়ে হামলা চালায় বিশ্বজিৎ৷ তার সঙ্গে থাকা তার ভাই বাঁচাতে আসলে তাকেও দাঁ দিয়ে কোপানো হয় এই ঘটনায় তার ভাই ও গুরুতর আহত হয় তাকেও কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: প্রেমে প্রত্যাখ্যাত, ফাঁকা রাস্তায় তরুণীকে একা পেয়ে যা করল সিভিক ভলেন্টিয়ার, রক্তে ভাসল রাস্তা, হাসপাতালে নিয়ে যেতেই...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল