ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া মোড় এলাকায়। ঘটনায় গুরুতর অসুস্থ দু’জনকেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এরপর দু’জনে অবস্থার অবনতি হলে তাদেরকে কলকাতা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় সুস্মিতার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে।
advertisement
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই সুস্মিতার উপর দৃষ্টি ছিল বিশ্বজিতের। কিন্তু সুস্মিতা কিছুতেই বিশ্বজিতের প্রস্তাবে রাজি হয়নি। আর সেই কারণেই এই হামলা। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
সুস্মিতার পরিবারের দাবি, শুক্রবার বাড়ি ফিরছিল বেঙ্গালুরু থেকে নার্সিং পড়ুয়া ছাত্রী সুস্মিতা ৷ আচমকায় তার উপরে দাঁ দিয়ে হামলা চালায় বিশ্বজিৎ৷ তার সঙ্গে থাকা তার ভাই বাঁচাতে আসলে তাকেও দাঁ দিয়ে কোপানো হয় এই ঘটনায় তার ভাই ও গুরুতর আহত হয় তাকেও কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।