জানা যায়, মুর্শিদাবাদের ডোমকল থানার বাজিতপুর শেখপাড়ার লালচাঁদ শেখ নামে এক ব্যবসায়ীকে গতকাল সন্ধ্যায় অপহরণ করা হয়। ডোমকল থানার পুলিশ সেই ঘটনার কথা জানতে পেরে তদন্ত শুরু করে। ওই ব্যবসায়ীকে উদ্ধার করার পাশাপাশি পুলিশ স্টিকার লাগানো ৩টি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ।
আরও পড়ুনঃ আসানসোলের গর্ব! আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় জোড়া পদক জয় পৌষালীর, বিশ্বমঞ্চে উজ্জ্বল ভারতের নাম
advertisement
এই ঘটনার সূত্রেই ডোমকল থানার সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়। পুলিশের জালে হুমায়ুন কবির নামে ওই সিভিক ভলেন্টিয়ার সহ আরও ৭ জন। জানা যাচ্ছে, ওই সিভিক ভলেন্টিয়ার ডোমকলের মৃত বিধায়ক জাফিকুল ইসলামের কাকার ছেলে।
এখানেই শেষ নয়! আরও জানা যাচ্ছে, অপহৃত ব্যবসায়ী লালচাঁদ শেখদের পারিবারিক জমি নিয়ে সমস্যা চলছিল। ওই জমিকে কেন্দ্র তাঁকে কিডন্যাপ করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। ধৃতদের আজ বহরমপুর জেলা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।