TRENDING:

গরু পাচাইয়ে মদত সিভিক পুলিশের, কুলটি থানায় অভিযোগ দায়ের

Last Updated:

কুলটি থানা এলাকায় সিভিক পুলিশ দ্বারা সামান্য টাকা ঘুষ নিয়ে পাচার হওয়া গরু বোঝাই বেআইনী গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুলটি: কুলটি থানা এলাকায় সিভিক পুলিশ দ্বারা সামান্য টাকা ঘুষ নিয়ে পাচার হওয়া গরু বোঝাই বেআইনী গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কুলটি থানার সাঁকতোড়িয়া বরাকর রোডে সাঁকতোড়িয়া ভাঙা পুলের কাছে। গত কয়েকদিন ধরেই এলাকায় গরু চুরি বাড়ছিল। তাই নজর রেখেছিলেন বাসিন্দারা। আর তাই স্থানীয় বাসিন্দারা রাস্তায় একটি গাড়ি ধরে ফেলেন। গাড়িটিতে ৪ টি গরু ছিল।
advertisement

চালকের কাছে কোন কাগজপত্রও ছিল না। অভিযোগ স্থানীয় বাসিন্দারা গরু বোঝাই ওই গাড়িটিকে আটক করলেও, দায়িত্ব প্রাপ্ত সিভিক পুলিশরা গাড়ির চালকের কাছে মাত্র ১০০ টাকা নিয়ে গাড়িটিকে ছেড়ে দেয়। এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়ে। সিভিক পুলিশদের সাথে বাসিন্দাদের ধস্তাধস্তিও বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলটি থানার পুলিশ। পুলিশ গরু ভর্তি গাড়িটিকে আটক করে নিয়ে যায়। অভিযুক্ত সিভিক পুলিশ টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও চালক সাফ জানিয়েছেন, ১০০ টাকা দিয়েই সিভিক পুলিশ তার গরু বোঝাই গাড়ি ছেড়ে দিয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গরু পাচাইয়ে মদত সিভিক পুলিশের, কুলটি থানায় অভিযোগ দায়ের