কয়েক মাস আগে এই ছাড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছিল। এরপরই বেশ কিছু নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছিল জেলা প্রশাসন। সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে বলে জেলা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, মত্ত অবস্থায় কাউকে নৌকায় তোলা যাবে না। প্রতিটি নৌকায় লাইফ জ্যাকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে নৌকায় যাত্রীর সর্বোচ্চ সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। এর পাশাপাশি পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের নজরদারি বাড়ানো হচ্ছে।
advertisement
চুপি পাখিরালয়ের পরিকাঠামো খতিয়ে দেখে পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, এবার বেশি সংখ্যায় পরিযায়ী পাখি এসেছে। ছাড়িগঙ্গায় কয়েকটি নতুন প্রজাতির পাখিও এসেছে। বৃষ্টি কম হওয়ায় জলাশয়ের একাংশে ঘন শ্যাওলা রয়েছে। ফলে পাখিদের খাবারের জোগাড় করতে সমস্যা হচ্ছে না।
তিনি বলেন, এবার পাখির সংখ্যা বেশি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মাথায় ঝুঁটি দেওয়া নতুন ধরনের একটি পাখি বেশ নজর কেড়েছে। এবারই প্রথম আসা এই পাখিটির ছবি তুলছেন বহু পর্যটক।
আরও পড়ুন, আবহাওয়ায় বিরাট পরিবর্তন, কবে থেকে পারদ পতন? যা পূর্বাভাস দিল হাওয়া অফিস
আরও পড়ুন, বয়ানে অসঙ্গতি, ঝাড়খণ্ডের ইউটিউবার খুনে স্বামীকে গ্রেফতার করল পুলিশ
পরিযায়ী বাকিদের আগমনের জন্য জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে চুপিচর। ২৫ ডিসেম্বর বড়দিনে বহু পর্যটক এই চুপিচরে ভিড় করেছিলেন। আগামী ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ভিড় আরও বাড়বে বলে আশা করছে স্থানীয় বাসিন্দারা। বনদফতর জানিয়েছে, পর্যটকদের বাড়তি আগমন পরিযায়ী পাখিদের যাতে বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে পর্যটকদের সচেতন করা হবে।