TRENDING:

দামোদরের তীরে চড়ুইভাতি, বড়দিনের উৎসবে মাতলেন বর্ধমানের বাসিন্দারা!

Last Updated:

বড়দিনে পিকনিকে মাতলেন বর্ধমানের বাসিন্দারা। বর্ধমানের সদরঘাটে দামোদরের তীরে সকাল থেকেই ভিড় করেছেন চড়ুইভাতি করতে আসা বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: বড়দিনে পিকনিকে মাতলেন বর্ধমানের বাসিন্দারা। বর্ধমানের সদরঘাটে দামোদরের তীরে সকাল থেকেই ভিড় করেছেন চড়ুইভাতি করতে আসা বাসিন্দারা। বেলা যত বেড়েছে ততই ভিড় বেড়েছে এখানে। খাওয়া দাওয়া খেলাধুলা গল্পে আড্ডায় হই হুল্লোড়ে দিন কাটালেন অনেকেই। বড়দিন থেকেই ইংরেজি নববর্ষের কাউন্টডাউন শুরু। শীতের আমেজ সঙ্গী করে শুরু উৎসবের। এ উৎসব শীত যাপনের। শীতের দাপট একটু কম। তাতে কুছ পরোয়া নেই।
দামোদরের তীরে চড়ুইভাতি
দামোদরের তীরে চড়ুইভাতি
advertisement

সোনা রঙের বালি। কুলু কুলু বইছে দামোদর। স্বচ্ছ, শীতল তার জল। তার পারে সবুজ আলু জমি। হলুদ ফুলে ভরা সরষের ক্ষেত। একদিকে চললো রান্নাবান্না, অন্যদিকে দামোদরের জলে পা ডুবানোর মজা নিলেন প্রকৃতি প্রেমিকরা। নাচে গানে হুল্লোড়ে উৎসবের পরিবেশ বর্ধমানের সদর ঘাট জুড়ে। ছোটরা মেতে উঠেছে অন্তাক্ষরী, ব্যাডমিন্টন,ক্রিকেট খেলায়। ঘুড়িও ওড়ালেন অনেকে। সব মিলিয়ে ঘরের বাইরে সারাদিন বড়দিনের মজা নিলেন অনেকেই।

advertisement

আরও পড়ুন: আবাস যোজনা থেকে নাম বাদ যাওয়ায় ফের আশা কর্মীকে নিগ্রহ! কোথায় ঘটল?

বর্ধমানের জনপ্রিয় পিকনিক স্পটগুলোর মধ্যে অন্যতম সদরঘাট। কৃষক সেতুর পাশে চওড়া দামোদরের সৌন্দর্যের টানে এই শীত মরশুমে  ভিড় করেন অনেকেই। সবুজ আলু ক্ষেত, হলুদ ফুল ফুটে থাকা সরষে ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়া চড়ুইভাতির আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে।

advertisement

আরও পড়ুন: ফুলশয্যার রাতে ১০ প্রশ্ন নতুন বউয়ের ঘুম কাড়বে! ৮ নম্বরটি ভুলেও 'মিস' নয়! অবশ্যই জানুন উত্তর

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির বাজারে দারুণ ডিম্যান্ড! ঘরে বসে 'এই' জিনিস বানিয়েই আয় করছেন দৃষ্টিহীনরা
আরও দেখুন

ব্যাপক ভিড় দেখা গেল কাঞ্চননগরের প্রান্তিকে, জলকল মাঠে। বর্ধমানের দামোদরের তীরে ইদিলপুর, গৈতানপুর চরমানা, উদয় পল্লী সংলগ্ন দামোদরের তীরের ফরেস্ট, পাল্লা রোডে দামোদরের তীরে বনভোজনের মজা উপভোগ করছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসিন্দারা। সব মিলিয়ে সাউন্ড বক্স বাজিয়ে নাচ, শীতের মিষ্টি রোদ পিঠে নিয়ে পছন্দের খাবারে রসনা পরিতৃপ্ত করার মধ্য দিয়ে বড়দিন পালন করছেন অনেকেই।কালনায় ভাগীরথীর তীরে এবং কাটোয়া মহাকুমার ভাগীরথী ও অজয়ের তীরে বিভিন্ন পিকনিক স্পটগুলিতেও ব্যাপক ভিড় লক্ষ করা গিয়েছে। বড়দিন শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন পিকনিক স্পটই ছিল পুলিশের বাড়তি নজরদারি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দামোদরের তীরে চড়ুইভাতি, বড়দিনের উৎসবে মাতলেন বর্ধমানের বাসিন্দারা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল