আজ রাখি বন্ধন উৎসবে যোগ দিয়েছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। সেই সময়ে বলেন, 'আমার অনেক বান্ধবী আছে। কিন্তু বান্ধবী মানে অর্পিতা নয়।' এরপর সংবাদমাধ্যমের তরফে তাঁকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রথমে এড়িয়ে যান তিনি। পরে অভিনেতা তথা বারাসতের বিধায়ক বলেন, "আমার অনেক বান্ধবী আছে। তাদের কার কাছে কত টাকা আছে, সেটা আমি জানি না। তবে অর্পিতা যদি আমায় রাখি পড়াতো আমার কোনও আপত্তি ছিল না।
advertisement
আরও পড়ুন: 'খেলা শেষ' বুঝেছিলেন কেষ্ট? ঘনিষ্ঠরা বলছে, গতরাতে কাঁদছিলেন 'বোলপুরের বাঘ'
আরও পড়ুন: যে নিজাম প্যালেস এড়াচ্ছিলেন বারবার, আজ রাত থেকে সেই ঠিকানাতেই অনুব্রত মণ্ডল
প্রসঙ্গত, বুধবার বারাসতে পিসি সরকার জুনিয়র বলেন, তিনি আর বাংলাতে জন্মাতে চান না। কারণ বাংলা চোরদের সাম্রাজ্যে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে চিরঞ্জিত বলেন, "আমি আবারও বাংলায় জন্মাতে চাই। উনি আসলে রাজনৈতিক কারণে এমন মন্তব্য করেছেন।" তবে আজকের অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে একটি লাইন ও ব্যয় করতে চাননি অভিনেতা বিধায়ক।
উল্লেখ্য, আলিপুরের মহিলা সংশোধনাগারে রীতিমতো সেলেব মুডেই রয়েছেন মডেল-অভিনেত্রী। শোনা যাচ্ছে, সহবন্দিরা নাকি তাঁকে মাথায় করে রেখেছে। কেউ কেচে দিচ্ছে জামাকাপড়, কেউ আবার পেতে দিচ্ছে বিছানা। সব মিলিয়ে খোশমেজাজেই রয়েছেন অর্পিতা।
জিয়াউল আলম