আরও পড়ুনঃ আর লাগবে না কাড়ি কাড়ি টাকা! রেল যোগাযোগ ব্যবস্থায় নর্থ-ইষ্ট সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা!
জানা গিয়েছে, বহরমপুর থানার রাধারঘাট অঞ্চলের রানীনগর পশ্চিমপাড়ার ১৬ বছরের খুশি খাতুনের সঙ্গে নিয়াল্লিশপাড়া অঞ্চলের বাগমারা গ্রামের আনুমানক ১৮ বছর বয়সের রায়হান শেখের সঙ্গে তিন মাস আগে ভালবেসে বিয়ে হয়। কিন্তু সাংসারিক জীবনে একত্রিত হতে না পেরে মানসিক অবসরের মাত্র দুই দিনের ব্যবধানে আত্মহত্যা এই নাবালক দম্পতি। গত বুধবার ভোর রাত্রে নিজের বাড়িতে রায়হানের দেহ ঝুলন্ত অবস্থায় পায় তার পরিবারের লোকেরা। এরই মাঝে দুইদিন যেত না যেতেই শুক্রবার রাত্রি একটা নাগাদ খুশি খাতুনের মৃতদেহ ঝুলতে দেখে পরিবারের লোকেরা।
advertisement
পরিবারের অভিযোগ, নাবালক দম্পতি ভালবেসে বিয়ে করেছিল। কিন্তু পুলিশে চাপে সাংসারিক জীবনে একত্রিত হতে না পেরে মানসিক অবসরের জেরে আত্মহত্যা করেছে। রায়হানের বাবা জানিয়েছেন আমার একটি মাত্র সন্তান, সে চলে গেল আমি বাঁচবো কি করে? এরকম যেন কারো সঙ্গে না হয়।
এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছে উভয় পরিবারের সদস্যরা। শোকের ছায়া গোটা এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও ১৮নীচে বিয়ে দেওয়া যে এক অপরাধ তা সামনে এল এই ঘটনার পর। ১৮নীচে বিয়ে করে যে এই পরিনতি হবে তা ভাবতেও পারেননি পরিবারের সদস্যরা