TRENDING:

প্রবল শীত থেকে বাঁচতে উনুন জ্বালিয়ে শুয়েছিলেন, ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হল শিশুর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: প্রবল শীত থেকে বাঁচতে উনুন জ্বালিয়ে শুয়েছিলেন, ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হল শিশুর
advertisement

#আসানসোল: প্রচণ্ড শীতে কাঁপছে রাজ্য ৷ শীতের রাতে একটু উষ্ণতা পেতে, শিশুদের শরীরে একটু গরম দিতে জ্বালানো হয়েছিল উনুন ৷ সেই উনুনই কাল হল ৷ সামান্য একটু গরম পেতে গিয়ে মৃত্যু হল এক নাবালকের ৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানা এলাকার দেন্দুয়ায় ৷

স্থানীয় সূত্রে খবর, ওখানেই ভাড়াবাড়িতে থাকতেন প্রকাশ সাউ ৷ সিঙারা-কচুরি ফেরি করেন তিনি ৷ তাঁর ২ ছেলে ও স্ত্রীকে নিয়ে ছিল সংসার ৷

advertisement

বুধবার রাতে ঘরের মধ্যে বেশ ঠান্ডা লাগায় উনুন জ্বালিয়ে ঘুমাতে গিয়েছিলেন প্রকাশ ৷ ভোর ৫টায় প্রতিবেশীরা ঘর থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখেন ৷ তখনই প্রকাশের বোন রেণু সাউকে খবর দেওয়া হয় ৷ সকলে মিলে এরপর ঘরের দরজা ভেঙে সাউ পরিবারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হাসপাতাল সূত্রে জানানো হয়, উনুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রকাশের বড় ছেলে মনু সাউ (১২)-এর ৷ বাকি ৩ জন হাসপাতালে এখনও চিকিৎসাধীন ৷ শীতের জন্য উনুন জ্বালিয়ে ঘুমোচ্ছিলেন প্রকাশ সাউ, তাঁর স্ত্রী ও দুই সন্তান ৷ ঘর বন্ধ থাকায় ঘরে ধোঁয়ায় ভরে যায় ৷ সকালে ৪ জন বেহুঁশ অবস্থায় উদ্ধার হয় ৷ তার মধ্যে একটি শিশু গতকাল রাতেই ঘুমের মধ্যে মারা যায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রবল শীত থেকে বাঁচতে উনুন জ্বালিয়ে শুয়েছিলেন, ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হল শিশুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল