ছাদের একেবারে কাছ দিয়ে যাওয়া এগার হাজার ভোল্টের হাই টেনশন লাইনে হাত ছুঁয়ে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ বছরের সীমা গুপ্তার। প্রশ্ন উঠেছে কীভাবে দোতলা বাড়ির এত কাছ দিয়ে গেল বিদ্যুৎবাহী এই তার ? পুরসভা, বিদ্যুৎ দফতর বা বাড়ির মালিক। মুখে কুলুপ সকলেরই। আজ মহম্মদবাজারেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের ।
advertisement
প্রতিদিন মায়ের সঙ্গে ত্রিশূলাপট্টির বাড়িতে আসত সীমা গুপ্তা। সঙ্গে থাকত পাঁচ বছরের বোনও। এই বাড়িতে পরিচারিকার কাজ করেন তাদের মা। মায়ের কাজের ফাঁকে ছাদে উঠে খেলায় মেতে উঠত দু’বোন। তার ব্যতিক্রম হয়নি শনিবারও। কিন্তু খেলতে গিয়েই বিদ্যুতের হাই টেনশান লাইনে শেষ হয়ে হয়ে গেল ১২ বছরের ছোট্ট জীবন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2017 7:02 PM IST