TRENDING:

Mamata Banerjee: 'মুর্শিদাবাদে কী হয়েছিল আমার কাছে সব প্রমাণ রয়েছে', সামশেরগঞ্জ-সুতিতে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের, দিলেন কড়া হুশিয়ারি

Last Updated:

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, গণ্ডগোল কারা করিয়েছে, সবাই জানে। এরা নাকি ধর্মের নেতা! মুর্শিদাবাদে কী হয়েছিল আমার কাছে প্রমাণ রয়েছে। তবে আরও বেশ কিছু প্রমাণ হাতে আসবে। তারপর সব সকলের সামনে তুলে ধরব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সোমবার, মুর্শিদাবাদ পৌঁছে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হিংসার যে ঘটনা ঘটেছে তা পূর্বপরিকল্পিত। বাইরে থেকে লোক এনে ধর্মের নামে কেউ কেউ ভুল কথা প্রচার করছে। তার জন্য মানুষ প্ররোচিত হয়েছে। সেই কারণেই এমন ঘটনা। মমতা স্পষ্ট জানান, মুর্শিদাবাদের প্রকৃত তথ্য তাঁর কাছে আছে। দ্রুত সত্য সামনে আসবে।
মমতা
মমতা
advertisement

ধর্মীয় জিগির তুলে কয়েকজন ধর্মীয় নেতা সেজেছে। এরা পালে বাঘ না পড়লেও বাঘ, বাঘ বলে চিৎকার করে রাজনৈতিক সুবিধা নেয়। এরা আসলে গৃহশত্রু। সাফ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও এরপরই তিনি বলেন, আমি সকলকে মিত্র ভাবি। আমার কোনও শত্রু নেই। কিন্তু অশান্তি যারা করে তাদের আমরা মিত্র ভাবি না। মনে রাখতে হবে, মুর্শিদাবাদের ইতিহাস আছে। এটা বাংলার রাজধানী ছিল। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, গণ্ডগোল কারা করিয়েছে, সবাই জানে। এরা নাকি ধর্মের নেতা! মুর্শিদাবাদে কী হয়েছিল আমার কাছে প্রমাণ রয়েছে। তবে আরও বেশ কিছু প্রমাণ হাতে আসবে। তারপর সব সকলের সামনে তুলে ধরব।

advertisement

আরও পড়ুন-দিঘায় এবার হুলস্থূল কাণ্ড…! ভিন রাজ্য থেকে ছুটে আসছে কাতারে কাতারে পর্যটক, আচমকা হলটা কী? জানলে চমকে উঠবেন

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য একাধিক রাজ্যে নানা ঘটনা ঘটে। মণিপুর, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশায় হিংসার ঘটনা ঘটেছে। কেন্দ্রের কোনও প্রতিনিধি যায়নি। তবে বাংলায় কিছু হলেই কেন একদিনের মধ্যেই সব চলে আসে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, একেবার পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে। ধর্মের নামে কিছু বহিরাগত ভুল কথা ছড়িয়েছে। আর কিছু লোক প্ররোচিত হওয়ার ফলে এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর গন্ডগোল লেগেছে। বাংলার মানুষ এসব বরদাস্ত করবে না— সাফ কথা মুখ্যমন্ত্রীর।

advertisement

আরও পড়ুন-মে মাসেই ‘বাম্পার ধামাকা’…! সূর্য-বুধের মহামিলনে ত্রিলোক কাঁপাবে ৫ রাশি, বুধাদিত্য রাজযোগে লাগবে লটারি, লাফিয়ে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, হবে টাকার বৃষ্টি

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

মুর্শিদাবাদ সফরে গিয়ে জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার-সহ অন্য ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু বিজেপি নিরাপত্তার অজুহাতে তাঁদের জেলা থেকে কলকাতায় নিয়ে গিয়েছে। এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি ভেবেছিলাম ওদের সঙ্গে কথা বলব কিন্তু তা তো হচ্ছে না। বিজেপি ওদের সরিয়ে নিয়েছে। এটা কি অপহরণের ঘটনা নয়? আমরা এসে ক্ষতিপূরণেরই টাকা দিতাম। তার আগেই তুলে নিয়ে চলে যাওয়া হল। এর পরেই তিনি প্রশ্ন তোলেন, কেন এই লুকোচুরি? কী আড়াল করার চেষ্টা? এরপরেই তিনি স্পষ্ট জানান, সাম্প্রদায়িক অশান্তি যারা করে, আমরা তাদের ঘৃণা করি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'মুর্শিদাবাদে কী হয়েছিল আমার কাছে সব প্রমাণ রয়েছে', সামশেরগঞ্জ-সুতিতে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের, দিলেন কড়া হুশিয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল