TRENDING:

পুজোর আগে খুশির উপহার, মহিলাদের স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিলি হল মুরগির বাচ্চা,কোথায়?

Last Updated:

যাতে রাজ্যের বাইরের অন্য কোনও রাজ্য থেকে ডিম নিয়ে আসতে না হয় এবং সুলভ মূল্যে যাতে রাজ্যের মানুষ নিত্যদিন ডিম খেতে পারেন তা নিশ্চিত করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: পুজোর মুখে উপহার হিসেবে মিলল মুরগির বাচ্চা। তা পেয়ে বেজায় খুশি এলাকার মহিলারা। প্রাণী সম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে মাঝেমধ্যেই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়। পুজোর মুখে এই কর্মসূচিতে খুশি এলাকার মহিলারা। কোথায় দেওয়া হল এমন উপহার?
Chicks distributed for women empowerment in Purba Bardhaman
Chicks distributed for women empowerment in Purba Bardhaman
advertisement

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লক এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে মুরগির বাচ্চা বিতরণ করা হল।

জানা গিয়েছে, খণ্ডঘোষ ব্লকের বেড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং কৈয়র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামগুলিতে সব মিলিয়ে ২২৫ ইউনিট মুরগির বাচ্চা মঙ্গলবার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -  নারীরা সম্মানীয়া, ‘এই’ মহিলাদের সম্মানহানি করলে বড়সড় ক্ষতি নেমে আসবে পরিবারে

advertisement

পশ্চিমবঙ্গে ডিমের চাহিদা ব্যাপক। একই রকম চাহিদা মুরগির মাংসের ক্ষেত্রেও। ডিমের জন্য অনেকাংশেই অন্ধ্রপ্রদেশের উপর নির্ভর করতে হয়। সেই নির্ভরতা কাটাতে আগেই উদ্যোগী হয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদ। এই জেলাকে ডিম এবং মাংস উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সে ব্যাপারে প্রাণী পালকদের উৎসাহ দেওয়া হচ্ছে নানাভাবে।

advertisement

যাতে রাজ্যের বাইরের অন্য কোনও রাজ্য থেকে ডিম নিয়ে আসতে না হয় এবং সুলভ মূল্যে যাতে রাজ্যের মানুষ নিত্যদিন ডিম খেতে পারেন তা নিশ্চিত করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। ডিমের পাশাপাশি মাংসের চাহিদাও ব্যাপক রয়েছে রাজ্যে। তাই ডিম এবং মাংস উৎপাদনে যাতে কোন ঘাটতি না থাকে  এবং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে দাম থাকে সেদিকেই লক্ষ্য রেখে আজ মুরগির বাচ্চা প্রদান করা হয়।

advertisement

জেলা প্রশাসন জানিয়েছে, শুধুই যে ডিম বা মাংসের উৎপাদন বাড়ানোর জন্য মুরগির বাচ্চা প্রদান করা হলো এমনটা নয়। বছরের বিভিন্ন সময়ে পিছিয়ে পড়া পরিবার গুলিকে স্বাবলম্বী করতে ছাগল মুরগি বাছুর প্রদান করা হয় বলে জানালেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের বি এল ডি ও, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় , কৈয়ড় পঞ্চায়েতের উপ প্রধান শাজাহান মন্ডল সহ অন্যান্যরা।

advertisement

Saradindu Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর আগে খুশির উপহার, মহিলাদের স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিলি হল মুরগির বাচ্চা,কোথায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল