TRENDING:

Ishwar Chandra Vidyasagar: বিদ্যাসাগরের আসল বংশধর কে, বীরসিংহ গ্রামেই বিরাট অশান্তি! দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুকান্ত চক্রবর্তী, ঘাটাল: ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর। বাঙালির মনের মানুষ। ১৮৯১ সালে তাঁর মৃত্যু হয়। তার ১৩২ বছর পরে তরজা। কে বিদ্যাসাগরের আসল বংশধর, এ নিয়ে দড়ি টানাটানি। সোমবার পূর্ব মেদিনীপুরের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মভিটেতে একটি অনুষ্ঠান ছিল। সেখানেই তরজা তুঙ্গে।
বিদ্যাসাগরের বংশধরের দাবি ঘিরে বাদানুবাদ বীরসিংহ গ্রামে৷
বিদ্যাসাগরের বংশধরের দাবি ঘিরে বাদানুবাদ বীরসিংহ গ্রামে৷
advertisement

একদিকে হুগলির শ্রীরামপুরের বাসিন্দা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা প্রসাদ বন্দ্যোপাধ্যায়। এই দুই ব্যক্তিই নিজেকে বিদ্যাসাগরের বংশধর বলে দাবি করেন। বীরসিংহ বিদ্যাসাগর স্মৃতি মঞ্চের তথ্য অনুসারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের সাত ভাইয়ের মধ্যে ষষ্ঠ ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাঁর দুই ছেলে পরেশ এবং কেদার। পরেশ বন্দ্যোপাধ্যায়ের চার ছেলে- প্রশান্ত, পরিমল, প্রণব এবং পার্থ। কেদার বন্দ্যোপাধ্যায়ের দুই ছেলে, জগদীশ এবং মদন। মদন বন্দ্যোপাধ্যায়ের ছেলে প্রসাদ বন্দ্যোপাধ্যায়।

advertisement

এই তত্ত্বেই নিজেকে বিদ্যাসাগরের বংশধর বলে দাবি করেন প্রসাদ। যা মেনেও নিয়েছে বীরসিংহ বিদ্যাসাগর স্মৃতি মঞ্চ। অন্যদিকে, অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিদ্যাসাগরের মেজো মেয়ে কুমুদিনী দেবীর নাতি শেখরনাথ চট্টোপাধ্যায়। এই শেখরনাথ সম্পর্কে অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের জেঠু। অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের বাবা শেখরনাথের পিসতুতো দাদা।

বীরসিংহ বিদ্যাসাগর স্মৃতি মঞ্চের দাবি, বিদ্যাসাগরের একমাত্র ছেলে নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দুই ছেলে এবং তিন মেয়ে। এর মধ্যে এক ছেলে ৮ বছরে বয়সে মারা যায়। আরেক ছেলে বিয়ে করেননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

তাই বিদ্যাসাগরের প্রত্যক্ষ কোনও বংশধর নেই। ফলে বিদ্যাসাগরের প্রকৃত বংশধর কে, সেই জটিল ধাঁধার সমাধান হয়নি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ishwar Chandra Vidyasagar: বিদ্যাসাগরের আসল বংশধর কে, বীরসিংহ গ্রামেই বিরাট অশান্তি! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল