TRENDING:

Chanditala IC Injury Update: গাড়িতে মিলেছিল বিশেষ ওষুধ, এবার ঝোপের মধ্যে মিলল কী? আরও বিপাকে চণ্ডীতলার প্রাক্তন আইসি

Last Updated:

বুধবার রাতে হাওড়ার নেতাজি সুভাষ বোস রোডের কাছে নিজের গাড়ির ভিতরেই গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: আরও বিপাকে হুগলির চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি জয়ন্ত পাল৷ গতকালই হাওড়ায় নিজের গাড়ির ভিতরে গুলিবিদ্ধ হয়েছিলেন এই পুলিশ আধিকারিক৷ পুলিশ কর্তার বান্ধবীর উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছিল৷
বিপাকে চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি জয়ন্ত পাল৷
বিপাকে চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি জয়ন্ত পাল৷
advertisement

সূত্রের খবর, এ দিন হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের উপরে যে জায়গায় যে ঘটনা ঘটেছিল, এ দিন সেখানে তল্লাশিতে যায় হাওড়া সিটি পুলিশের একটি দল৷ সেই তল্লাশিতেই ঝোপের ভিতর থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল৷ আর এই আগ্নেয়াস্ত্র উদ্ধারেই নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন চণ্ডীতলা থানার আইসি৷

আরও পড়ুন: ছক কষেই ১৮ তারিখ পাওনাদারদের বাড়িতে ডাক? ট্যাংরার দুই ভাইয়ের ভূমিকায় আরও রহস্য

advertisement

কারণ যে ধরনের দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তা সাধারণত দুষ্কৃতীরা ব্যবহার করে৷ ফলে সেই আগ্নেয়াস্ত্র কীভাবে ওই পুলিশ কর্তার কাছে এল, সেই প্রশ্ন উঠছে৷

বুধবার রাতে হাওড়ার নেতাজি সুভাষ বোস রোডের কাছে নিজের গাড়ির ভিতরেই গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল৷ গাড়ির ভিতরে তাঁর বান্ধবীও ছিলেন৷ গুলিবিদ্ধ ওই পুলিশ অফিসারকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ গুলি লাগে পুলিশ অফিসারের হাতে৷ আপাতত ওই পুলিশ আধিকারিকের শারীরিক অবস্থা স্থিতিশীল৷ দু একদিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে৷ তার পরই প্রাক্তন ওই আইসি-কে আরও বিশদে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ৷ গতকাল এই ঘটনা প্রকাশ্যে আসার পরই আইসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জয়ন্ত পালকে৷

advertisement

গতকালই ওই পুলিশ আধিকারিকের গাড়ির ভিতরে যৌন বলবর্ধক ওষুধ পেয়েছিল পুলিশ৷ প্রাক্তন ওই আইসি দাবি করেন, বান্ধবীর সঙ্গে বচসার জেরেই এই ঘটনা ঘটেছে৷ আবার ওই পুলিশ আধিকারিকের বান্ধবীর দাবি, তিনি গুলি চলতেই দেখেননি৷

এখনও পর্যন্ত ওই পুলিশ আধিকারিক জিজ্ঞাসাবাদে যা বলেছেন, তা যথেষ্টই বিভ্রান্তিকর৷ আইসি-র দাবি, তিনি নিজেই নিজের হাতে গুলি চালিয়েছেন৷ যদিও সেই দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে বাইরে থেকে কেউ গুলি চালায়নি, এ বিষয়ে পুলিশ নিশ্চিত৷ গাড়িতে থাকা তরুণীর মা দাবি করেছেন, তাঁর মেয়ের কোনও দোষ নেই৷ ওই তরুণী নিজেই ওই পুলিশ আধিকারিককে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন বলে দাবি তাঁর মায়ের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

সহ প্রতিবেদন- রানা কর্মকার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chanditala IC Injury Update: গাড়িতে মিলেছিল বিশেষ ওষুধ, এবার ঝোপের মধ্যে মিলল কী? আরও বিপাকে চণ্ডীতলার প্রাক্তন আইসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল