চন্দননগর কর্পোরেশন পরিচালিত কানাইলাল বিদ্যামন্দির স্কুলে প্রাইমারি স্কুল চলে। সোমবার সকালে স্কুলে ক্লাস ওয়ানের দুই ছাত্র নিজেদের মধ্যে মারামারি করে। শ্রেণিশিক্ষিকা দুজনকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান। অভিযোগ প্রধান শিক্ষক এক ছাত্রকে দিয়ে আপত্তিকর কাজ করান। যৌন নির্যাতন করেন। তারপর ভয় দেখান বাড়িতে কাউকে না বলতে। ছাত্রটির মা তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য স্কুলে আসেন। ছুটির পর বাড়ি যাওয়ার পথে ছাত্রটি তার মাকে ঘটনার কথা জানায়। এরপরই বিষয়টি অন্য অভিভাবকরা জানতে পারেন। বিকেলের পর চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার।
advertisement
কানাইলাল স্কুলে অভিভাবকদের বিক্ষোভ শুরু হয় উত্তেজনা তৈরি হলে পুলিশ পৌঁছায় স্কুলে।
চন্দননগর থানার পুলিশ প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। চন্দননগরের মেয়রাম চক্রবর্তী জানান, কানাইলাল স্কুলে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। একজনই প্রধান শিক্ষক আছেন স্কুলে। তাঁর বিরুদ্ধেই অভিযোগ। ঘটনা যদি সত্যি হয় পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক। কানাইলাল স্কুল শহরের অন্যতম একটি নাম স্কুল। সেখানে এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। প্রধান শিক্ষক ঘটনার কথা স্বীকার করেননি। অভিভাবকরা জানিয়েছেন শিক্ষকের শাস্তি চাই।