চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ জানালেন, ২০ জন মহিলা কনস্টেবলকে নিয়ে তৈরি হয়েছে মহিলাদের সুরক্ষায় বিশেষ বাহিনী। মূলত চন্দননগর ও শ্রীরামপুরে থাকবে এই বাহিনী। ১০ জন চন্দননগর এবং ১০ জন শ্রীরামপুরে নজরদারি করবে। অপ্রীতিকর খবর পেয়ে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেন, তার জন্য এই বাহিনীকে দেওয়া হয়েছে ১০টি স্কুটি৷ মূলত নারী সুরক্ষার কথা মাথায় রেখেই এই টিম তৈরি করা হয়েছে৷ এই টিমের কাজ হল মহিলাদের যে কোনও রকম সুবিধা অসুবিধা নিয়ে কাজ করা । সে সাধারণ নিরাপত্তা হোক অথবা সাইবার নিরাপত্তা । এই টিম তৈরিতে নারীরাও নিজেদের সুরক্ষিত মনে করবে এবং কোনো সমস্যা হলে নির্দ্বিধায় অভিযোগ জানাতে পারবেন৷
advertisement
আরও পড়ুন - Job Vacancy: সাইতে অনেক ভ্যাকেন্সি, বেতন ৪০ থেকে ৬০ হাজার, জানুন কি চাকরি
যে সমস্ত জায়গায় মহিলাদের বেশি যাতায়াত ,যেমন মহিলা কলেজ, বাজার, শপিং মলের মত জায়গায় মোতায়েন থাকবে উইনার্স টিম।এদেরকে যাতে বিপদে পড়া নারীরা চিনতে পারেন,তার জন্য পুলিশের মহিলা বাহিনীর রয়েছে বিশেষ পোশাক৷ পরণে বিশেষ ধরনের কালো ইউনিফর্ম, চোখে সানগ্লাস, মাথায় কালো হেলমেট, সঙ্গে ম্যানপাক এবং কোমরে ব্যাটন।এরা সব সময় কমিশনারেটের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রেথে কাজ করবেন৷ কোথাও সাধারণ পুলিশ বাহিনীর প্রয়োজন হলে পুলিশ কন্ট্রোল রুমে জানাবেন উইনার্স টিম৷
Rahi Haldar