TRENDING:

Bangla News: চন্দননগরে নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনা, প্রাণ হারালেন ৪৫ বছরের মহিলা শ্রমিক

Last Updated:

Bangla News: নির্মিয়মান আবাসন থেকে পরে মৃত্যু হল এক মহিলা নির্মান শ্রমিকের।মৃতের নাম শ্যামলী বাগ(৪৫)। বাড়ি চন্দননগর গোস্বামী ঘাট। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগর লালবাগান বেলতলা এলাকায় একটি পাঁচতলা আবাসন তৈরীর কাজ চলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমনাথ ঘোষ, চন্দননগর: নির্মিয়মান আবাসন থেকে পরে মৃত্যু হল এক মহিলা নির্মান শ্রমিকের।মৃতের নাম শ্যামলী বাগ(৪৫)। বাড়ি চন্দননগর গোস্বামী ঘাট। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগর লালবাগান বেলতলা এলাকায় একটি পাঁচতলা আবাসন তৈরীর কাজ চলছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ ৭ দিন পরেও স্বাভাবিক নয় ইন্ডিগো পরিষেবা, আজও বাতিল ৪৫০-র বেশি ফ্লাইট, DGCA–র শোকজের জবাব আজ সন্ধ্যায়!

আজ সকালে সেই আবাসনে কাজ করার সময় বাঁশের ভারা থেকে পরে যান মহিলা নির্মান শ্রমিক। তাকে তৎক্ষণাৎ চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।ঘটনার খবর পেয়ে আসে চন্দননগর থানার পুলিশ। হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মৃতদেহকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিপজ্জনক ফেরিঘাট, থর থর করে কাঁপে প্ল্যাটফর্ম! সুন্দরবনের এই ফেরিঘাট এখন নরকযন্ত্রণা
আরও দেখুন

ওই আবাসনের নির্মাণ কর্মীদের অভিযোগ কোনরকম সেফটি বেল্ট ছিল না। তার জন্যই এত বড় দুর্ঘটনা। এই আবাসনের মালিক অচিন্ত্য দাস ও হারাধন ব্যানার্জি দুর্ঘটনার পর তাদের দেখা যায়নি।রাম চক্রবর্তী বলেন, পৌর নিগমের তরফে নির্মাণ কর্মীদের সেফটি সিকিউরিটির ব্যাপারে আগেই বলা হয়েছে এখানে বিষয়টা খতিয়ে দেখতে হবে। এর আগে এই ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এ ব্যাপারেও নেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: চন্দননগরে নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনা, প্রাণ হারালেন ৪৫ বছরের মহিলা শ্রমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল