এলাকায় জমে থাকা অবর্জনা, মশার কামড়ে অনেকেরই ডেঙ্গু, ম্যালেরিয়া হচ্ছে বলে দাবি বিজেপি বিধায়কের। তাই মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই অভিনব চিন্তা বলে দাবি বিধায়কের।
আরও পড়ুন: বগির উপর বগি, কান্নার রোল, ময়নাগুড়ির ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিউড়ে ওঠা সব ছবি...
করোনাকালে পুরভোট। অভিযোগ উঠছে, বিধি ভেঙেও বহু জায়গায় হচ্ছে প্রচার। অথচ ইতিমধ্যেই সংক্রমণ রুখতে একাধিক গাইডলাইন জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। অবস্থায় হুগলির চন্দননগরে ভার্চুয়াল মাধ্যমে ভোটের প্রচারে জোর দিয়েছে সব দল। যদিও তাতেও বিধিনিষেধ ভাঙা বন্ধ হচ্ছে না।
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ময়নাগুড়িতে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা
শাসক দল হোক কী বিরোধী দল, সবক্ষেত্রেই একই অবস্থা। হুগলির চন্দননগরে ভার্চুয়াল মাধ্যমে জনসংযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সবকটি রাজনৈতিক দলই। কিন্তু তাতেও বিধি ভাঙা চলছেই। সম্প্রতি কোভিড বিধি ভাঙার জন্য গ্রেফতারও করা হয়েছিল বিমান ঘোষকে। এবার অভিনব প্রচারে নামলেন তাঁরা।