তাঁদের দাবি, সারাদিন তিন শিফট অনুযায়ী কাজ করেন। মোট কর্মী সংখ্যা ৪১৫ জন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের বেতন বৃদ্ধি, COD সহ নানা দাবি কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি।
আরও পড়ুনঃ মন্দিরে চুরির খবর পেয়ে এসেছিলেন, পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে চলল গুলি! তারপর? শোরগোল এলাকায়
বারবার শ্রমিক সংগঠন নেতৃত্বেরও জানিয়েছেন। কোনও সুরাহা না হওয়ায় আজ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-এর ব্যানার হাতে নিয়ে সমস্ত কর্মীরা বিক্ষোভে নামেন। কাজ বন্ধ রেখে কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।
advertisement
বিক্ষোভরত কর্মীদের দাবি, যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ কাজ বন্ধ রেখে তাঁদের এই বিক্ষোভ চলবে। এদিনের এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় সিমেন্ট উৎপাদন। কারখানার মেন গেটের সামনে স্লোগান দিয়ে ধর্নায় বসেছেন কর্মীরা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 12:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বেতন বাড়াচ্ছে না কারখানা! ধৈর্যের বাঁধ ভাঙতেই কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা