TRENDING:

Anubrata Mondal: হঠাৎ আরও বিপদে অনুব্রত মণ্ডল! রাতে অভিযান, শুক্রবার তলব এক ব্যক্তিকে, কে এই নুর?

Last Updated:

Anubrata Mondal: এক কোটি টাকার লটারি আসলে কে পেয়েছিলেন? সেই ব্যক্তিরই খোঁজ করছে সিবিআই। সেই সূত্রেই বোলপুরের বড় শিমুলিয়া গ্রামে তল্লাশি অভিযান চালায় সিবিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বোলপুর: আরও বিপাকে পড়লেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূল সভাপতির নামে এক কোটি টাকার লটারির টিকিটের মালিকানা সন্ধানে বোলপুরে তল্লাশি শুরু করেছে সিবিআই। সেই সূত্রেই বৃহস্পতিবার বড় শিমুলিয়া গ্রামে শেখ নুর আলির বাড়িতে তল্লাশি করা হয়। একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে শুক্রবারও তলব করা হয়েছে তাঁকে।
লটারি নিয়ে আরও বিপাকে অনুব্রত
লটারি নিয়ে আরও বিপাকে অনুব্রত
advertisement

এক কোটি টাকার লটারি আসলে কে পেয়েছিলেন? সেই ব্যক্তিরই খোঁজ করছে সিবিআই। সেই সূত্রেই বোলপুরের বড় শিমুলিয়া গ্রামে তল্লাশি অভিযান চালায় সিবিআই। গরুপাচার মামলায় লটারির মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এবার সেই তথ্যের গভীরে যেতে চায় সিবিআই।

আরও পড়ুন: রাজ্যের স্বার্থে বিজেপির কাছে 'আবেদন' মমতার, পাল্টা শর্ত দিলেন শুভেন্দু!

advertisement

সেই সূত্রেই নুর আলি নামে এক ব্যক্তির সন্ধান পেয়েছে সিবিআই। যিনি লটারি কেটেছিলেন বলে প্রাথমিক অনুসন্ধান সিবিআইয়ের। তাকে নোটিশ দিয়ে তলব করা হয়েছে। রতন কুঠি গেস্ট হাউসে আজই ডেকে পাঠানো হল। এছাড়া আজ অনুব্রত ঘনিষ্ঠ কয়েক জনকে তলব করা হয়েছে।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে বাংলা জিততে বিজেপির বাজি বঙ্গসন্তান মিঠুন চক্রবর্তী! মহাগুরু জেলা সফরে আজ বাঁকুড়ায়

advertisement

ডাকা হয়েছে কয়েকজন জমির মালিককে, যাদের থেকে জমি কিনেছিলেন অনুব্রত। ব্যাঙ্কের কয়েকজন কর্মীকেও তলব। অনুব্রত প্রথম যে লটারি জিতেছিলেন বলে জানা যায়, সেই লটারি কিনেছিলেন এই নুর বলে তথ্য হাতে পেয়েছে সিবিআই। এমনকী অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডলের আরও একটি লটারি পাওয়ার হদিশ মেলে। সুকন্যা ৫০ লক্ষ টাকার ওই লটারি পুরষ্কার জেতেন ২০২০ সালের জানুয়ারি মাসে। অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের পাঁচটি লটারি জেতার হদিশ পেয়ে তদন্ত শুরু হয়। তবে শিকড় আরও গভীরে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: হঠাৎ আরও বিপদে অনুব্রত মণ্ডল! রাতে অভিযান, শুক্রবার তলব এক ব্যক্তিকে, কে এই নুর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল