অনুব্রত মণ্ডলের লটারি জেতা নিয়ে তদন্তে আরও তৎপর সিবিআই৷ শুক্রবার বোলপুরের একটি লটারির দোকানে হানা দেয় সিবিআই আধিকারিকরা৷ লটারির টিকিট কীভাবে ভাঙানো হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য নিয়ে দোকানের কর্মীদের বোলপুরের সিবিআই ক্যাম্প অফিসে হাজিরা দেওয়া বির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷
এ বছরের শুরুতেই অনুব্রত মণ্ডল লটারিতে এক কোটি টাকা জেতেন বলে খবর ছড়িয়েছিল৷ সম্প্রতি অনুব্রতর লটারিতে কোটি টাকা জয়ের পিছনে কোনও রহস্য রয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে সিবিআই। গরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রতকে অনেক দিন আগেই গ্রেফতার করেছে সিবিআই৷ তার আয়ের বিভিন্ন উৎসও খতিয়ে দেখছেন সিবিআই কর্তারা৷
advertisement
শুক্রবার বোলপুরে ‘রাহুল লটারি এজেন্সি’ নামে একটি লটারির টিকিট বিক্রির দোকানে হানা দিয়েছিলেন সিবিআই।। সেখানে গিয়ে কর্মীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। দোকানের মালিক শেখ আইনুলকে সব কাগজপত্র নিয়ে সিবিআই ক্যাম্পে তলব করা হয়। বিকেলে নাহিনা গ্রামের লটারি বিক্রেতা শেখ মুন্নার সঙ্গে বোলপুরের ক্যাম্পে কথা বলে সিবিআই দল। এর আগে বুধবার বোলপুরেরই আর এক লটারির টিকিট ব্যবসায়ী বাপি গঙ্গোপাধ্যায়কে তলব করে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।