TRENDING:

Tapas Saha: তাপসের বাড়িতেও পুকুর রহস্য, তৃণমূল বিধায়কের বাগানে পোড়া ছাই কীসের! খুঁজছে CBI

Last Updated:

হাইকোর্টের নির্দেশে  তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহট্ট: বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ির পুকুর সিবিআই কর্তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এবার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতেও পুকুর রহস্য৷ তাও আবার সেই পুকুরে যাওয়ার পথেই মিলল পোড়া ছাই৷ বিধায়কের বাড়ির চৌহদ্দির মধ্যে উদ্ধার হওয়া এই পোড়া ছাইয়ে আড়ালে কোনও রহস্য আছে কি না, তাও খতিয়ে দেখতে শুরু করেছেন সিবিআই আধিকারিকরা৷
বিধায়ক তাপস সাহার বাড়ির বাইরে উৎসাহী জনতার ভিড়৷
বিধায়ক তাপস সাহার বাড়ির বাইরে উৎসাহী জনতার ভিড়৷
advertisement

হাইকোর্টের নির্দেশে  তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই৷ এ দিন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে হানা দেয় সিবিআই৷ প্রসঙ্গত, গত শুক্রবারই মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই৷ জিজ্ঞাসাবাদের ফাঁকে হঠাৎই নিজের দুটি মোবাইল বাড়ির পুকুরের মধ্যে ফেলে দেন জীবনকৃষ্ণ৷ সেই মোবাইল উদ্ধার করতে গিয়ে কালঘাম ছুটে যায় সিিবআই আধিকারিকদের৷ পাম্প এনে পুকুরের জল ছেঁচে, জেসিবি মেশিন এনে, শ্রমিক লাগিয়ে পাঁঁক ঘেঁটে তিন দিন পর দু'টি মোবাইল উদ্ধার করা হয়৷

advertisement

আরও পড়ুন: 'জীবন' খাতার অফুরন্ত হিসাব! টাকা নিয়ে জাল নিয়োগপত্র দিতেন বিধায়ক, জেরায় হাড়হিম করা তথ্য

তাপস সাহার বাড়িতে অভিযানে গিয়ে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করেন সিবিআই কর্তারা৷ প্রথমেই তৃণমূল বিধায়কের মোবাইল নিজেদের হেফাজতে নিয়ে নেন তারা৷ ঘটনাচক্রে জীবনকৃষ্ণের মতো তাপসের বাড়ির পিছন দিকেও একটি পুকুরের খোঁজ মেলে৷ পুুকুরে যাওয়ার রাস্তাতেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়৷ এর কিছুক্ষণের মধ্যেই ওই পুকুরের কাছেই আম বাগানের মধ্যে এই পোড়া ছাই উদ্ধার হয়৷ যদিও এই ছাই কোনও নথিপত্র পোড়ানোর কি না, তা স্পষ্ট হয়নি৷ যদিও তা খতিয়ে দেখেন সিবিআই কর্তারা৷ ঘটনাস্থলের কাছ থেকেই কয়েকটি কাগজও উদ্ধার হয়৷ তার মধ্যে একটি গাড়ির সার্ভিস সেন্টারের রসিদও ছিল৷ যদিও সেসব তেমন উল্লেখযোগ্য নয়৷

advertisement

এ দিন প্রথমে তাপস সাহাকে নিয়ে প্রথমে তাঁর বাড়ি সংলগ্ন অফিসে প্রায় দেড় ঘণ্টা ছিলেন সিবিআই আধিকারিকরা৷ সেখানেই বিধায়ককে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলে৷ এর পর বিধায়ককে নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও শিক্ষা দফতর সহ অন্যান্য সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে৷ এ দিন তাঁর আপ্ত সহায়কের হাওড়ার বাড়িতেও হানা দেয় সিবিআই৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tapas Saha: তাপসের বাড়িতেও পুকুর রহস্য, তৃণমূল বিধায়কের বাগানে পোড়া ছাই কীসের! খুঁজছে CBI
Open in App
হোম
খবর
ফটো
লোকাল