TRENDING:

Anubrata Mondal: দ্বাদশীতেই মহাবিপদে অনুব্রত মণ্ডল, দুর্নীতির 'মূল পৃষ্ঠপোষক' বলে চার্জশিট পেশ CBI-এর!

Last Updated:

Anubrata Mondal: গরু পাচার কাণ্ডে তিনটে সাপ্লিমেন্টরি চার্জশিট মিলিয়ে চারটে চার্জশিট জমা হল। শুক্রবার অনুব্রত মণ্ডলের নামে কেবলমাত্র চার্জশিট জমা পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: গরু পাচারকাণ্ডে চতুর্থ চার্জশিট জমা পড়ল আসানসোল আদালতে। ৩৫ পাতার এই চার্জশিটে অনুব্রত মণ্ডলকে এই দুর্নীতিকাণ্ডের মূল পৃষ্ঠপোষক বলে চিহ্নিত করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। তদন্তে বীরভূমে বিভিন্ন ব্যাঙ্কের নথি, জমি ও চালকলের কাগজপত্র খতিয়ে দেখে সেগুলি অনুব্রত মণ্ডলের সম্পত্তি বলে জানতে পেরেছে সিবিআই। তৃণমূল নেতার প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনের বিরুদ্ধে যে যে ধারায় মামলা করা হয়েছিল, সেই ধারাগুলোই অনুব্রত মণ্ডলের নামে চার্জশিটে উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে।
অনুব্রত মণ্ডলের মহাবিপদ
অনুব্রত মণ্ডলের মহাবিপদ
advertisement

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে তিনটে সাপ্লিমেন্টরি চার্জশিট মিলিয়ে চারটে চার্জশিট জমা হল। শুক্রবার অনুব্রত মণ্ডলের নামে কেবলমাত্র চার্জশিট জমা পড়েছে। চারটে চার্জশিট মিলিয়ে মোট ১২ জনের নামের চার্জশিট জমা হল এদিন পর্যন্ত।

আরও পড়ুন: রক্ষাকবচ নিয়েই কাঁথি থানায় শুভেন্দুর ভাই সৌমেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি

এদিকে, অনুব্রত মণ্ডলের উপর চাপ বাড়াতে কয়লা ও গরু পাচার নিয়ে রাজ্য পুলিশে দায়ের হওয়া সমস্ত মামলার তথ্য হাতে নিল ইডি। ইডি সূত্রে খবর, কয়লা ও গরু পাচার মামলায় তাদের করা ইসিআইআর-এ যুক্ত করা হয়েছে সমস্ত নথি ও তথ্য। কয়লা পাচারে ইডির অভিযোগ নামা ECIR HIU/17/2020। গরু পাচারে অভিযোগনামা KLZO/41/2020।

advertisement

আরও পড়ুন: কয়লা ও গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, রাজ্য পুলিশের সমস্ত মামলার তথ্য নিল ইডি

এই দুই অভিযোগনামার সঙ্গে রাজ্য পুলিশের থেকে নেওয়া সমস্ত নথি যুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর। আবার এদিনই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হুসেনকে জেরা করতে ইডি টিম আসানসোল সংশোধনাগারে গিয়েছে। ইডি এর আগে এ বিষয়ে আবেদন করেছিল আদালতের কাছে। সেই অনুসারে শুক্রবার সায়গলকে জেলে গিয়ে জেরা করছে ইডি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

----দীপক শর্মা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: দ্বাদশীতেই মহাবিপদে অনুব্রত মণ্ডল, দুর্নীতির 'মূল পৃষ্ঠপোষক' বলে চার্জশিট পেশ CBI-এর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল