প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে তিনটে সাপ্লিমেন্টরি চার্জশিট মিলিয়ে চারটে চার্জশিট জমা হল। শুক্রবার অনুব্রত মণ্ডলের নামে কেবলমাত্র চার্জশিট জমা পড়েছে। চারটে চার্জশিট মিলিয়ে মোট ১২ জনের নামের চার্জশিট জমা হল এদিন পর্যন্ত।
আরও পড়ুন: রক্ষাকবচ নিয়েই কাঁথি থানায় শুভেন্দুর ভাই সৌমেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি
এদিকে, অনুব্রত মণ্ডলের উপর চাপ বাড়াতে কয়লা ও গরু পাচার নিয়ে রাজ্য পুলিশে দায়ের হওয়া সমস্ত মামলার তথ্য হাতে নিল ইডি। ইডি সূত্রে খবর, কয়লা ও গরু পাচার মামলায় তাদের করা ইসিআইআর-এ যুক্ত করা হয়েছে সমস্ত নথি ও তথ্য। কয়লা পাচারে ইডির অভিযোগ নামা ECIR HIU/17/2020। গরু পাচারে অভিযোগনামা KLZO/41/2020।
advertisement
আরও পড়ুন: কয়লা ও গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, রাজ্য পুলিশের সমস্ত মামলার তথ্য নিল ইডি
এই দুই অভিযোগনামার সঙ্গে রাজ্য পুলিশের থেকে নেওয়া সমস্ত নথি যুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর। আবার এদিনই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হুসেনকে জেরা করতে ইডি টিম আসানসোল সংশোধনাগারে গিয়েছে। ইডি এর আগে এ বিষয়ে আবেদন করেছিল আদালতের কাছে। সেই অনুসারে শুক্রবার সায়গলকে জেলে গিয়ে জেরা করছে ইডি।
----দীপক শর্মা
