শুক্রবার ঘটনাটি ঘটে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার সাঁপুইপাড়ার রবীন্দ্র পল্লিতে৷ স্থানীয় সূত্রে খবর, মেয়েকে স্কুলে পৌঁছে দিতে স্বামীর টোটোয় করে যাচ্ছিলেন সুপ্রিয়া সাহা নামে এক গৃহবধূ৷ তখনই পিছন থেকে আসা একটি গাড়ি পিছন থেকে টোটোয় ধাক্কা মারে৷
আরও পড়ুন: বিয়ের ৪ বছরেও সন্তান হয়নি, শ্মশানে নিয়ে গিয়ে বধূকে জোর করে মৃত মানুষের হাড়ের গুঁড়ো খাওয়ানো হল
advertisement
গাড়ির ধাক্কার জেরে টোটো থেকে ছিটকে পড়েন ওই গৃহবধূ৷ অভিযোগ, না থেমে ওই মহিলার উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন চালক৷ স্থানীয়রাই দ্রুত ওই গৃহবধূকে উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
আরও পড়ুন: বনেটের উপরে একজনকে নিয়েই ৩ কিলোমিটার ছুটল গাড়ি, বেঙ্গালুরুর হাড়হিম করা ভিডিও
এই ঘটনার পর থেকেই কালো রংয়ের গাড়িটির খোঁজ শুরু করে পুলিশ৷ দেখা হয় এলাকার সিসিটিভি ফুটেজ৷ শেষ পর্যন্ত এ দিন হুগলি জেলায় হাইওয়ের ধারে ঘাতক গাড়িটির খোঁজ মেলে৷ তবে গাড়ির চালক বা মালিকের এখনও খোঁজ মেলেনি৷
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় নিয়মিতই বিলাসবহুল গাড়ি এবং বাইকের দৌরাত্ম চলে৷ বার বার পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি৷ পুলিশ সক্রিয় হলে এই দুর্ঘটনা এড়ানো যেত বলেই মত এলাকাবাসীর৷ ঘটনায় আহত হন মহিলার স্বামী এবং মেয়েও৷ গাড়ির নম্বর দেখে সেটির মালিক এবং চালকের খোঁজ শুরু করেছে পুলিশ৷