নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে জলে চারচাকা গাড়ি-সহ দম্পতি। স্বামী কোনওরকমে পুকুরের জল থেকে উঠে এলেও স্ত্রীকে খুঁজতে পুকুরে ফেলা হয় জাল।বর্ধমান থেকে নিয়ে আসা হয় সিভিল ডিফেন্সের ডুবুরির দল। অবশেষে স্থানীয়দের সহায়তায় জাল ফেলে পুকুর থেকে উদ্ধার হয় স্ত্রীর দেহ।
advertisement
মৃতের নাম আশমাতারা বিবি ওরফে আশা(৩৫)। মেমারি থানার ঘোষ এলাকার ঘটনা । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছাড়ায় এলাকায়। মেতায়েন করা হয় পুলিশ ও ব়্যাফ।স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গাড়িতে করে শেখ মফিজুল ওরফে মুকুল ও তার স্ত্রী আশমাতারা বিবি ওরফে আশা বর্ধমানের দিক থেকে আসছিল। মেমারি ঘোষ এলাকায় কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নেমে যায় গাড়িটি। স্বামী শেখ মফিজুল কোনওভাবে উঠে আসতে সক্ষম হলেও উঠে আসতে পারেননি আশমাতারা বিবি। পরে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়।
যদিও আশমাতারা বিবির পরিবারের অভিযোগ, এটি কোনও দুর্ঘটনা নয় পরিকল্পনা করে মেরে ফেলা হয়েছে আশাকে। ১৫ বছর আগে মুকুলের সঙ্গে বিয়ে হয় আশার। তাদের একটি সন্তানও রয়েছে কিন্তু মৃতের পরিবারের দাবি,এক বছর আগে পরকীয়াতে জড়িয়ে পড়ে মুকুল। তার প্রতিবাদ করলে প্রায়ই আশাকে মারধর করা হত।
শুক্রবার বর্ধমানের ডাক্তার দেখাতে যাওয়ার নাম করে আশাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল মুকুল কিন্তু বর্ধমান থেকে বাড়ি ফেরার পথে তাকে মেরে গাড়ি সমেত পুকুরের জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। খুন নাকি দুর্ঘটনা সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। মৃতের পরিবারের লিখিত অভিযোগে মৃতার স্বামী শেখ মফিজুল ওরফে মুকুলকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ। পরিকল্পিতভাবে খুনের অভিযোগে গ্রেফতার আশার স্বামী।