রবিবার সকালে চুঁচুড়ার কাপাসডাঙা এলাকায় আচমকাই একটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরের মধ্যে গিয়ে পড়ে৷ ধীরে ধীরে জলে ডুবতে থাকে গাড়িটির সামনের অংশ৷ হতচকিত পথচারী এবং এলাকাবাসী ছুটে গিয়ে গাড়ির আরোহীদের উদ্ধারের জন্য ছুটে যান৷ তার আগেই অবশ্য গাড়ির ভিতর থেকে কোনওক্রমে বেরিয়ে আসেন একজন পুরুষ ও মহিলা৷
আরও পড়ুন: কুকীর্তির পর গার্ড রুমেই মদ্যপান, ধাবায় খাওয়া দাওয়া! দেশপ্রিয় পার্কে কাকে ফোন করেছিল মনোজিৎ?
advertisement
পরে জানা যায়, গাড়ির আরোহী দু জন সম্পর্কে স্বামী-স্ত্রী৷ এ দিন সকালে স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন স্বামী৷ তখনই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরের মধ্যে গিয়ে পড়ে৷
গাড়িটির মালিক সুনীল সাধু নামে ওই ব্যক্তি বলেন, ‘আচমকাই সামনে একটি সাইকেল চলে আসায় আমি আর গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারিনি৷ রাস্তা থেকে গাড়ি পুকুরের দিকে চলে গিয়ে গড়াতে গড়াতে জলে নেমে যায়৷’ কোনও মতে সময়মতো দরজা খুলে বেরিয়ে আসেন দম্পতি৷ পরে ক্রেন ডেকে গাড়িটিকে পুকুর থেকে তোলা হয়৷ ঘটনার জেরে সাতসকালেই পুকুর থেকে গাড়ি উদ্ধার দেখতে ভিড় জমে যায়৷ বরাতজোরে দম্পতি রক্ষা পেলেও জনবহুল এলাকায় কেন এভাবে ওই ব্যক্তি স্ত্রীকে গাড়ি চালানো শেখাতে গেলেন, তা নিয়েই প্রশ্ন উঠছে৷