জানা যাচ্ছে, এদিন বিকেল ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় একটি বাচ্চা ছেলে রাস্তা পেরোচ্ছিল। অন্যদিকে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে ছুটে আসছিল। তখন ওই বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে উল্টে যায় চারচাকা গাড়ি।
advertisement
জানা যাচ্ছে, গাড়ির গতিবেগ সামলাতে না পেরে এবং বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে দ্রুত গতিতে আসা ওই প্রাইভেট গাড়ি। এই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ডেবরা থানার পুলিশ। তাঁরা এসে গাড়িটিকে উদ্ধার করে।
প্রায় রোজই রাজ্যের নানা প্রান্ত থেকে পথ দুর্ঘটনার বিভিন্ন খবর সামনে আসে। এবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল একটি প্রাইভেট গাড়ি। ডেবরা ব্লকের আষাড়ী লোয়াদা রাজ্য সড়কের ওপর চককাশী এলাকায় এদিন এই ঘটনাটি ঘটে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ডেবরা থানার পুলিশ। তাঁরা এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে।
