TRENDING:

Bengal Election 2021: "রোদে ভিটামিন ডি বাড়ছে শরীরে, পায়ে হেঁটে মেদও ঝড়ছে!" বিন্দাস বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী

Last Updated:

অভিনয় করে মানুষের মনে আনন্দ দিয়েছেন, এখন প্রার্থী হয়ে আশা রাখছেন আগামিদিনে মানুষের সেবা করবেন সরাসরি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জোর কদমে চলছে ভোট প্রচার৷ লক্ষ্য ২ মে৷ শ্যামপুরের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর শেষবেলার প্রচার চলছে দুরন্ত৷ অভিনেত্রী থেকে রাজনৈতিক নেত্রী, ইমেজে পরিবর্তন৷ তনুশ্রী বলছেন তিনি চিরকাল মানুষের জন্য কাজ করেছেন৷ অভিনয় করে মানুষের মনে আনন্দ দিয়েছেন, এখন প্রার্থী হয়ে আশা রাখছেন আগামিদিনে মানুষের সেবা করবেন সরাসরি৷
advertisement

১) অভিনেত্রী থেকে নেত্রী হতে গেলে চেহারায় একটা বদল আসে৷ ঝাঁ চকচকে পোশাক ছেড়ে সাধারণ শাড়ি-জুতো পরতে হয়৷ তাহলে কী দলে যোগদানের পর প্রথমেই সুতির শাড়ি ও ফ্ল্যাট শু কিনতে হয়েছে?

তনুশ্রী- 'আমি শাড়ি পরতে ভালবাসি এবং আমি ফ্ল্যাট শু-ই পরি'৷ বললেন ৫ফুট ৭ ইঞ্চি লম্বা মডেল-অভিনেত্রী৷ 'তাই আলাদা করে আমার এসব কেনার প্রয়োজন পড়েনি৷ দলে যোগ দেওয়া ও প্রার্থী হওয়ার পর যেটা প্রথম করেছি, সেটা হল শ্যামপুরে চলে এসেছি৷'

advertisement

২) প্রচন্ড গরম, তাপ থেকে বাঁচতে কী করছেন?

তনুশ্রী-কোনও উপায় তো নেই৷ এর সঙ্গেও লড়তে হবে৷ সানস্ক্রিন লাগাচ্ছি, তবে সেভাবে কাজ হওয়ার নয়৷ আমি সবকিছুর ভাল দিক দেখি৷ তাই রোদের ফলে শরীরে যে ভিটামিন ডি ঘাটতি পূরণ হচ্ছে, তাতে নিশ্চিন্ত হচ্ছি৷

৩) রাস্তায় নেমে ফুচকা, চপ খাচ্ছেন৷ কোনও ডায়েট মানা তো সম্ভব হচ্ছে না?

advertisement

তনুশ্রী-একদমই নয়৷ কোনও ডায়েট মানছি না৷ উল্টে ভাবছি শ্যামপুর থেকে চাল নিয়ে যাব৷ এখানে খুব ভাল ধান চাষ হয়৷ আমি আসলে শরীরের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা বাড়তে কিছু কিছু খাবার খাই৷ সেগুলিতেই জোর দিচ্ছি৷ বাকি অন্য কিছুই মাথায় আসছে না৷ এখন সামনে একটাই তো লক্ষ্য৷

advertisement

৪) যেখানে যান সেখান থেকে কিছু না কিছু কেনেন৷ ব্যাঙ্কক থেকে টমইয়াম স্যুপের সরঞ্জাম কিনেছিলেন শ্যুটে গিয়ে৷ শ্যামপুর থেকে তাই চাল কিনবেন?

তনুশ্রী-সঙ্গে সব্জিও৷ দারুণ টাটকা সব্জি ফলে এখানে৷

৫) শ্যামপুরে থাকছেন নিশ্চয়ই? প্রতিদিন তো বাড়ি থেকে যাতায়াত সম্ভব নয়৷ তাহলে সেখানে জিমের ব্যবস্থা করেছেন?

advertisement

তনুশ্রী-জিমের দরকার কী৷ মাইলের পর মাইল হেঁটেই তো মেদ ঝড়ছে৷ কোনও যন্ত্রের উপর নির্ভর করতে হচ্ছে না৷ একেবারে সাধারণ নিয়মেই ফিট থাকছি৷

৬) আপনি তো বাড়িতেও সাধারণ ভাবে চলেন৷ বাড়িতেও নাকি এসি বেশি চালান না?

তনুশ্রী-একেবারেই ঠিক৷ তাই তো আমার গরমে খুব বেশি সমস্যাও হচ্ছে না৷ আমি এসবে অভ্যস্থ৷

৭) মাথা গরম হতে পারে, ভোটের উত্তাপ বলে কথা৷ কী করছেন মাথা ও পেট ঠান্ডা রাখতে?

তনুশ্রী-জল খাচ্ছি প্রচুর৷ মিনারেল ওয়াটারই খাচ্ছি৷ খাবারও খুব হাল্কা খাচ্ছি৷ তবে মাথা ঠান্ডা রাখাটাই তো বিশেষ ব্যাপার৷ তার জন্য মেডিটেশনেই মন দিয়েছি৷

৮) টলিউডে বহু কাছের বন্ধু অন্য দলে৷ বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডা হলেও তো মন হাল্কা থাকে ও মাথায় ঠান্ডা৷ কথা হচ্ছে তাঁদের সঙ্গে...

সেরা ভিডিও

আরও দেখুন
কোজাগরীর রাতে একসঙ্গে লক্ষ্মী ও সরস্বতীর পুজো! শান্তিনিকেতনের কাছেই
আরও দেখুন

তনুশ্রী-একটু ক্লান্ত গলায় বললেন 'না, আড্ডা হয়নি'৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Election 2021: "রোদে ভিটামিন ডি বাড়ছে শরীরে, পায়ে হেঁটে মেদও ঝড়ছে!" বিন্দাস বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল