একি ছবি চোখে পড়ল কলকাতার এসএসকেএমে। কেমো না পেয়ে ফিরলেন মুর্শিদাবাদের ক্যানসার আক্রান্ত রোগী। বুধবার থেকে এসএসকেএমে ভরতি জঙ্গিপুরের বাসিন্দা পীতম্বর সরকার। কিন্তু হাসপাতালে অচলাবস্থা থাকায় কেমো দেওয়া যায়নি। কেমো না নিয়েই আজ ফিরে গেলেন বাহান্ন বছরের প্রৌঢ়।
অন্যদিকে,অচলাবস্থা অব্যাহত এনআরএস হাসপাতালেও। চিকিৎসকদের নজিরবিহীন প্রতিবাদ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। বন্ধ আউটডোর তবে চালু হয়েছে জরুরি বিভাগ। বহিরাগত রুখতে গেটে কড়া নজরদারি জুনিয়র ডাক্তারদের। পরিচয়পত্র দেখেই তবে ভিতরে ঢোকায় ছাড় মিলছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
June 14, 2019 2:04 PM IST