TRENDING:

MAKAUT Student Death: বাতিল বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা, 'ম্যাকাউট'-এর ছাত্রী মৃত্যু ঘিরে বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Last Updated:

MAKAUT Student Death: ম্যাকাউট-এ আজকের জন্য ইন্টারনাল সমস্ত পরীক্ষা বন্ধ করা হয়েছে৷ জানা গেছে, আজই ময়নাতদন্ত হবে মৃত ছাত্রীর দেহ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদীয়া: নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এর ছাদ থেকে পড়ে মৃত্যু এক ছাত্রীর৷ ছাদ থেকে ঝাঁপ? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? ইতিমধ্যেই তা নিয়ে জোরদার তদন্তে নেমেছে পুলিশ।
News18
News18
advertisement

ম্যাকাউট-এ আজকের জন্য ইন্টারনাল সমস্ত পরীক্ষা বন্ধ করা হয়েছে৷ জানা গেছে, আজই ময়নাতদন্ত হবে মৃত ছাত্রীর দেহ৷ অন্যান্য ছাত্ররা দাবি করেছেন, পরীক্ষা চলাকালীন খাতা নিয়ে নিয়েছিল অধ্যাপিকা৷ দেখে দেখে লিখছিল পরীক্ষায়৷ ছাত্রী মৃত্যুকে কেন্দ্র করে দফায় দফায় ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের৷ তবে এই নিয়ে ছাত্রীর বাবা মুখ খোলেনি। পুরো বিষয়টা কথা বলতে চাইছে না৷

advertisement

আরও পড়ুন-রাত পোহালেই দুঃসময় শেষ…! শনি- বুধের রাজকীয় চালে ত্রিভুবন কাঁপাবে ৬ রাশি, অঢেল টাকার ফোয়ারা, সোনায় মুড়বে কপাল

জানা যায়, গুরুতর জখম অবস্থায় এম টেক-এর ওই ছাত্রীকে হরিণঘাটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সূত্রের খবর, হস্টেলের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়েছেন তরুণী। মৃত ছাত্রীর বাড়ি দুর্গাপুর।

advertisement

আরও পড়ুন-১৪৪ বছর পর মাঘী পূর্ণিমায় দুর্লভ মহাযোগ! মাহেন্দ্রক্ষণে করুন এই ছোট্ট কাজ, লক্ষ্মী-নারায়ণের কৃপায় খুলবে ভাগ্যের দরজা

দিন কয়েক আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল ‘ম্যাকাউট’। সমাজমাধ্যমে ওই কলেজের এক অধ্যাপিকা এবং এক ছাত্রের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, অধ্যাপিকার পরনে লাল বেনারসি। গলায় গোলাপ এবং রজনীগন্ধার মালা। ভিডিও-এ তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে দেখা যায় কলেজ ছাত্রকে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে, ক্লাসরুমে কী ভাবে ওই আচরণ করলেন অধ্যাপিকা। বিতর্কের আবহে অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে খবর মেলে, ওই অধ্যাপিকা মৌখিক ভাবে জানিয়েছিলেন, গোটা বিষয়টি একটি নাটকের অঙ্গ ছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জিত সরকার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
MAKAUT Student Death: বাতিল বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা, 'ম্যাকাউট'-এর ছাত্রী মৃত্যু ঘিরে বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল