TRENDING:

Murshidabad Tourism: মুর্শিদাবাদে ফের জেগে উঠবে সিরাজউদ্দৌলার নিদর্শন! বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Last Updated:

মুর্শিদাবাদের অন্যতম নিদর্শন বাঁচাতে কলকাতা হাইকোর্টের বড় বন্দোবস্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার তৈরি মুর্শিদাবাদের হিরাঝিল প্রাসাদ ও সংলগ্ন এলাকা পরিদর্শনের ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই জায়গাটি এখন কি অবস্থায় রয়েছে, হিরাঝিল প্রাসাদের ধ্বংসাবশেষ রক্ষা করা যায় কি না তা নিয়ে রিপোর্টও চেয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। যদিও হিরাঝিল প্রাসাদকে বাঁচানোর ডাক দিয়েছে সকলেই। ইতিমধ্যেই ধ্বংসাবশেষ পরিদর্শনে গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও। তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলেন। পাশাপাশি রাজ্যেকে এগিয়ে আসার আহ্বান জানান। যদিও নতুন করে ভাগীরথীর তীরে পর্যটন কেন্দ্র গড়ে উঠুক চাইছেন সকলেই। শুধু হাজারদুয়ারী প্রাসাদ নয়, হিরাঝিলকে কেন্দ্র করে গড়ে উঠুক বড় পর্যটন কেন্দ্র।
advertisement

মুর্শিদাবাদ চলে নবাব সিরাজউদ্দৌলার নামে, অথচ নবাব সিরাজউদ্দৌলার প্রায় কোনও নিদর্শন নেই বললেই চলে। ভাগীরথীর পশ্চিম পাড়ে মুকুন্দবাগ অঞ্চলের সতীচৌরাহ মৌজার বাগান পাড়ায় অবশিষ্ট একটি ধ্বংস স্তুপের চিহ্ন পাওয়া গেছিল। প্রাথমিকভাবে সকলের অনুমান সেটি নবাব সিরাজউদ্দৌলার মনসুরগঞ্জ প্রাসাদ বা হিরাঝিল প্রাসাদ।

আরও পড়ুন: তিস্তাই ভরসা! আর মাস দুয়েকের অপেক্ষা, ১৯ হাজার পরিবারে ফুটবে হাসি!

advertisement

আনুমানিক ১৭৫২ সাল নাগাদ নবাব আলীবর্দী খাঁ, তার নাতি সিরাজউদ্দৌলার জন্য মতিঝিল প্রাসাদের অনুকরণে ভাগীরথীর পশ্চিম পাড়ে একটি প্রাসাদ নির্মাণ করেন। নবাব সিরাজউদ্দৌলার উপাধি মনসুর-উল-মুলকের অনুকরণে প্রাসাদের নামকরণ করা হয় মনসুরগঞ্জ প্রাসাদ। প্রাসাদের পাশেই ছিল একটি ঝিল, যেই ঝিলের জল সব সময় হিরের মত চকচক করত, আর সেই কারণে লোকোমুখে এই স্থানের নাম হয় হিরাঝিল প্রাসাদ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রসঙ্গত, সিরাজদ্দৌলার তৈরি হিরাঝিল প্রাসাদের শেষ অংশটুকু সংরক্ষণের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জনের সওয়াল, ওই স্থাপত্যের অবশিষ্টাংশ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত শুনানিতে ওই মামলায় রাজ্যের অবস্থান জানতে চেয়েছিল হাইকোর্ট। যদিও রাজ্যের আইনজীবীর সওয়াল, ১৭৫৮ সাল নাগাদ ওই প্রাসাদ ধ্বংস করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ শাসনকালের আগেই পুরোপুরি ধ্বংস হয়েছে হিরাঝিল। সেখানে ইতিহাসের আর কোনও অংশই টিকে নেই। মামলাকারীদের তরফে পাল্টা বলা হয়, ওই স্থাপত্যের কিছু অংশ এখনও রয়েছে। এর আগে ভাগীরথীর গর্ভে কিছুটা অংশ তলিয়ে গিয়েছে। বাকি অংশ রক্ষা নিয়ে রাজ্য পদক্ষেপ করুক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কৌশিক অধিকারী 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Tourism: মুর্শিদাবাদে ফের জেগে উঠবে সিরাজউদ্দৌলার নিদর্শন! বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল