সোনারপুরের ঢালাই ব্রিজ কিংবা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের দিক থেকে শীতলা মন্দিরের পথে এগোলেই ডানদিকে চোখে পড়বে এক মনোরম দৃশ্য সবুজ কার্পেটে মোড়া লন, ছিমছাম চেয়ার-টেবিল আর দৃষ্টিনন্দন আলোর ব্যবহার যা নিমেষেই আপনাকে মোহিত করবে।
ভারী ব্যাগ নিয়ে ট্রেনে উঠছিলেন, RPF এসে বলল ‘ব্যাগে কী?’ মহিলার উত্তর, ‘পারসোনাল’… তার পর যা হল!
advertisement
রাতে হাওড়ার দিকে ছুটছিল ট্রেন, AC কোচে টহল দেওয়ার সময় RPF-এর চোখে পড়ল ‘অদ্ভুত’ এই জিনিস! এগুলো কী?
এখানকার পরিবেশ যেন ছোট্ট এক খোলা আকাশের স্বপ্ন। প্রেম, বন্ধুত্ব কিংবা একান্ত নিজেকে খুঁজে নেওয়ার মুহূর্ত সবকিছুর জন্যই আদর্শ এই জায়গাটি। খাবারের কথাই যদি বলেন, তবে আপনি পাবেন নানান ধরনের মুখরোচক আইটেম ক্যাফে ক্লাসিক কফি থেকে শুরু করে স্মোকি স্ন্যাক্স, কুল ড্রিংকস, কিংবা লাইট মিল সবকিছুরই স্বাদে আছে বিশেষত্ব।
বিকেল ক্যাফে-তে আপাতত অনলাইন ডেলিভারি না থাকলেও, আপনি অনলাইনে অর্ডার দিয়ে খাবার সংগ্রহ করতে পারেন সরাসরি এসে। তো আর দেরি কেন এখনি নিজেকে আর আপনার প্রিয়জনকে উপহার দিন এক বিকেলের শান্তি, স্বাদ আর সুন্দর মুহূর্তের ঠিকানা বিকেল ক্যাফে।
সুমন সাহা