প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সবজি বিক্রেতা পল্লব পাল পাড়ার মধ্যে রাস্তার ধারে ভ্যান নিয়ে সবজি বিক্রি করছিলেন৷ ঠিক সেই সময় তাঁর পিছন দিক থেকে অ্যাপ ক্যাব চালক গৌরাঙ্গ দাস গাড়ি নিয়ে এসে ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে।
অ্যাপ ক্যাব চালক ধাক্কা মারার পর সবজি বিক্রেতা পল্লব পালকে গালিগালাজ করতে থাকে ৷ সবজি বিক্রেতা অবশ্য কোনও কথায় সাড়া দেননি ৷ ক্যাব চালক গৌরাঙ্গ দাস ওই সময় গাড়ি নিয়ে বেরিয়েও যায় । কিছুক্ষণ পর আবার সবজি বিক্রেতা পল্লব পালের কাছে ফিরে আসে ক্যাব চালক ৷ তখনও পল্লব পাল সবজি বিক্রি করছিলেন ৷ দু’জনের মধ্যে তীব্র বচসা লেগে যায় ৷ সেই সময় রাগের মাথায় গাড়ির চাবি সবজি বিক্রেতার বাঁ চোখে ঢুকিয়ে দেয় ওই ক্যাব চালক বলে অভিযোগ ৷ স্থানীয় মানুষজন সবজি বিক্রেতা পল্লবকে উদ্ধার করে স্থানীয় আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অবস্থার অবনতি দেখে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করেন৷
advertisement
ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ক্যাব চালক গৌরাঙ্গ দাসের পরিবারের দাবি তার স্বামীকেও যথেষ্ট মারধর খেতে হয় ৷ এবং তার অবস্থাও আশঙ্কাজনক ৷ প্রত্যক্ষদর্শীরা অবশ্য অন্য কথা বলেছেন ৷ তাঁদের মতে ঘটনার পিছনে পুরোটাই দায়ী ওই ক্যাব চালক ৷ সবজি বিক্রেতার কোনও দোষ ছিল না ৷ পুলিশ খতিয়ে দেখছে গোটা বিষয়টি ৷
