নদিয়ার করিমপুরে উপনির্বাচনে সকাল থেকেই উত্তেজনা। করিমপুরের ২ নম্বর ব্লকের লক্ষ্মীপুর এলাকার ৩৯ নম্বর বুথে বিজেপির দুই পোলিং এজেন্ট গনেশ মন্ডল ও তুলসী বিশ্বাসকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অপহরণের অভিযোগ বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের। অপহরণের অভিযোগ বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের। স্থানীয় তৃণমূলকর্মীদের সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল কেন্দ্রীয় বাহিনী। অভিযোগের পর এলাকায় পৌঁছয় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় পুলিশ বাহিনী। স্থানীয় তৃণমূলকর্মীদের সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী।
advertisement
অন্যদিকে, করিমপুরের ৩টি বুথেও শুরু হয় উত্তেজনা ৷ পিপুলখোলা প্রাইমারি স্কুলে ভোটগ্রহণ কেন্দ্রেও দেখা দেয় উত্তেজনা ৷ বিরোধী দলের এজেন্টদের হুমকির অভিযোগ বুথ থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ৷ করিমপুরের ২১,২২,২৩ নং বুথের ঘটনা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ৷ বিরোধীদের অভিযোগ অবশ্য অস্বীকার তৃণমূলের ৷