ভর সন্ধ্যায় রাস্তায় দোকান বসিয়ে বিক্ষোভকারী ব্যবসায়ীরা কার্যত অবরুদ্ধ করে দেয় সৈকত সরণী। মঙ্গলবার সন্ধ্যায় ওল্ড দিঘার সমুদ্র সৈকতের প্রতিটি ঘাটে যাওয়ার রাস্তায় স্থায়ী দোকানদাররা এইভাবেই প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, বিচের পাশে শয়ে শয়ে অস্থায়ী দোকান গজিয়ে উঠছে। যার ফলে পর্যটকরা স্থায়ী স্টলে এসে আর তেমন কেনাকাটা করছেন না। তাদের ব্যবসায় দেখা দিয়েছে মন্দা। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে বারেবারে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ দোকানদারদের।
advertisement
আরও পড়ুন: 'ভাল লাগছে', এক সিদ্ধান্তেই পাল্টে গেল অনুব্রত মণ্ডলের মুড! কী এমন ঘটল?
বাধ্য হয়ে পথে নেমেছেন তারা। অভিযোগ, উৎসবের ভরা মরসুমে কার্যত অসহায় হয়ে পড়েছেন দিঘার স্থায়ী স্টল ব্যাবসায়ীরা। ডিএসডিএ কর্তৃপক্ষ ২৬ ডিসেম্বরের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বললেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।
আরও পড়ুন: দুর্নীতির ভুরিভুরি অভিযোগ, নতুন বছরে বদলাচ্ছে নিয়ম, ১০০ দিনের কাজে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
প্রতিবাদে আজ তাই স্থায়ী স্টল দোকানদাররা এই অভিনব কর্মসূচিতে সামিল হন। এদিকে, পর্যটনের ভরা মরশুমে সান্ধ্যকালীন এই প্রতিবাদ বিক্ষোভ ঘিরে সমস্যায় পড়েন পর্যটকরা।
