পরপর দোকানে চুরির এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটনাটি ঘটেছে ইন্দাস ব্লকের ডেওগড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডেওগড়িয়া বাজারের ব্যবসায়ীরা অন্যান্য দিনের মতোই দোকান বন্ধ করে মঙ্গলবার রাতে বাড়ি ফিরে যান। গভীর রাতে বাজারের দুটি চায়ের দোকান ও একটি সেলুনে চুরির ঘটনা ঘটে। দোকানের মালিকরা সকালে দোকান খুলতে এসে বিষয়টি টের পান।
advertisement
আরও পড়ুন: গভীর সমুদ্রের ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চায়ের দোকানে থাকা প্রায় ২৪ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। অপর একটি চায়ের দোকান থেকে একটি সাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মাঝ রাস্তায় সেই সাইকেলটি ফেলে চলে যায়। অন্যদিকে সেলুনের তালা ভেঙে ভেতরে ঢুকলেও মালিক টাকা-পয়সা রেখে না যাওয়ায় তেমন কিছু নিয়ে যেতে পারেনি।
আরও পড়ুন: পাট হবে হাতিয়ার, শিল্পের নতুন দিশার পথে মুর্শিদাবাদ
বাজারে পরপর তিনটি দোকানে এই চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট ছোট ব্যবসায়ীরা। বিশেষ করে যে চা দোকান থেকে নগদ কতগুলো টাকা খোয়া গিয়েছে তাঁর মালিকের মাথায় হাত পড়েছে। কী করে ব্যবসা চালাবেন, আর কীভাবে সংসার সামলাবেন সেটা ভেবে উঠতে পারছেন না। এই অবস্থায় ব্যবসায়ীরা পুলিশের কাছে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন।