প্রশাসনের নির্দেশ অনুসারে কংসাবতী নদীর উপর বীরেন্দ্র সেতুকে ৯৬ ঘন্টা ধরে বন্ধ করে রাখা হয়েছে। মেদিনীপুর এবং খড়গপুর সংযোগকারী এই একমাত্র সেতুটি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে গুনতে হচ্ছে অনেকটাই বেশি বাসভাড়া।
আরও পড়ুন: ফের কলকাতা শহরে ইডির বড় রেইড, ফ্ল্যাট-কারখানা সহ নানান জায়গায় হানা! তোলপাড়
advertisement
১৩ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় বীরেন্দ্র সেতুর উপর দিয়ে মেদিনীপুর থেকে খড়গপুর পৌঁছতে। এই পথের বেসরকারি বাস ভাড়া ছিল ১৪ টাকা এবং সরকারি বাসে করে গেলে লাগত ১০ টাকা। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে কেশপুর, দাসপুর, মেছোগ্রাম হয়ে খড়গপুর পৌঁছতে প্রায় ১৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে। আর এই দীর্ঘ পথ অতিক্রম করতে আমজনতাকে গুনতে হচ্ছে ৮৫ টাকা।
আরও পড়ুন: হস্টেল নিয়ে আজ বড় পদক্ষেপ যাদবপুরের, আবাসিকদের সিদ্ধান্ত জানিয়ে দিলেন নয়া উপাচার্য
তা অবশ্য বেসরকারি বাসে। সরকারি বাসে সেই ভাড়া ৭২ টাকা। যদিও বাস ভাড়া অনেকটা বাড়লেও একটি বাসে যাওয়া যাচ্ছে না খড়গপুর থেকে মেদিনীপুর।