TRENDING:

Bus Fare: ১০ টাকার বাসভাড়া হঠাৎ হয়ে গেল ৮৫ টাকা! মাথায় হাত নিত্যযাত্রীদের

Last Updated:

Bus Fare: প্রশাসনের নির্দেশ অনুসারে কংসাবতী নদীর উপর বীরেন্দ্র সেতুকে ৯৬ ঘন্টা ধরে বন্ধ করে রাখা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর: মেদিনীপুর থেকে খড়গপুর যাওয়া এবং খড়গপুর থেকে মেদিনীপুর ফেরার ক্ষেত্রে বহু যাত্রীরই ভরসা একমাত্র বাস। কিন্তু সেই যাতায়াতেই শুরু হয়েছে বড়সড় সমস্যা। সামান্য টাকা খরচ করে যে পথ পেরোনো যেত, সেই পথেই করতে হচ্ছে অনেকখানি টাকা খরচ। আসলে সম্প্রতি পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুরকে সংযোগ করে যে সেতু অর্থাৎ দেশপ্রাণ বীরেন্দ্র সেতু আগামী ২১ অগাস্ট রাত ১১ টা পর্যন্ত বন্ধ থাকছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

প্রশাসনের নির্দেশ অনুসারে কংসাবতী নদীর উপর বীরেন্দ্র সেতুকে ৯৬ ঘন্টা ধরে বন্ধ করে রাখা হয়েছে। মেদিনীপুর এবং খড়গপুর সংযোগকারী এই একমাত্র সেতুটি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে গুনতে হচ্ছে অনেকটাই বেশি বাসভাড়া।

আরও পড়ুন: ফের কলকাতা শহরে ইডির বড় রেইড, ফ্ল্যাট-কারখানা সহ নানান জায়গায় হানা! তোলপাড়

advertisement

১৩ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় বীরেন্দ্র সেতুর উপর দিয়ে মেদিনীপুর থেকে খড়গপুর পৌঁছতে। এই পথের বেসরকারি বাস ভাড়া ছিল ১৪ টাকা এবং সরকারি বাসে করে গেলে লাগত ১০ টাকা। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে কেশপুর, দাসপুর, মেছোগ্রাম হয়ে খড়গপুর পৌঁছতে প্রায় ১৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে। আর এই দীর্ঘ পথ অতিক্রম করতে আমজনতাকে গুনতে হচ্ছে ৮৫ টাকা।

advertisement

আরও পড়ুন: হস্টেল নিয়ে আজ বড় পদক্ষেপ যাদবপুরের, আবাসিকদের সিদ্ধান্ত জানিয়ে দিলেন নয়া উপাচার্য

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

তা অবশ্য বেসরকারি বাসে। সরকারি বাসে সেই ভাড়া ৭২ টাকা। যদিও বাস ভাড়া অনেকটা বাড়লেও একটি বাসে যাওয়া যাচ্ছে না খড়গপুর থেকে মেদিনীপুর।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus Fare: ১০ টাকার বাসভাড়া হঠাৎ হয়ে গেল ৮৫ টাকা! মাথায় হাত নিত্যযাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল