যাত্রী বোঝাই ট্যুরিস্ট বাসটি একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় আহত হন বাসের চালক, খালাসি সহ বেশ কয়েকজন। তবে, যাত্রীদের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। যদিও, জাতীয় সড়কে এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং কেশিয়াড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
advertisement
প্রসঙ্গত, গত ১৮ মার্চ পশ্চিম বর্ধমান থেকে প্রায় ৬৫ জন যাত্রী নিয়ে এই বাসটি বেরিয়েছিল পুরীর উদ্যেশে। ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। বাসযাত্রী রুবি ভান্ডারী, অরিজিৎ ভান্ডারীরা জানিয়েছেন, “আমরা সাত দিনের ট্যুরে পুরী গিয়েছিলাম। ফেরার পথেই এই দুর্ঘটনা।” রুবি বলেন, “পুলিশ হঠাৎ করে পিকআপ ভ্যানটিকে টর্চ মেরে দাঁড় করিয়ে দেয়। তারপরই আমাদের চালক গিয়ে ওই পিকআপ ভ্যানে ধাক্কা মারে! চালকের কোনও দোষ নেই। পুলিশ বলছে আমাদের বাসের চালক মদ্যপ ছিলেন। কিন্তু, উনি গোটা রাস্তাটাই ভালভাবে চালিয়ে নিয়ে আসছিলেন।”
যদিও, পুলিশ জানিয়েছে, দৃশ্যমানতা কম ছিল। হয়ত চালকের চোখে ঘুম লেগে গিয়েছিল বলেই এই দুর্ঘটনা। উল্লেখ্য, গত ৫ মার্চ ভোরেও পশ্চিম বর্ধমানের একটি টুরিস্ট বাস পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল।