TRENDING:

Burdwan University: যাদবপুর কাণ্ডের জের, র‍্যাগিং সম্পর্কে পড়ুয়াদের সতর্ক করল বর্ধমান বিশ্ববিদ্যালয়

Last Updated:

পড়ুয়াদের সর্তক করে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য বলেন, ‘‘যদি পুলিশের খাতায় নাম উঠে যায় ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারণ, এখন যে কোনও চাকরির ক্ষেত্রেই পুলিশের ভেরিফিকেশন রিপোর্ট দরকার। একবার নাম উঠে গেলে আর ভাল কোনও জায়গায় চাকরি পাওয়া যাবে না।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের জের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল র‌্যাগিং বিরোধী সচেতনতা সভা। সেই সভায় বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের বলা হল, আইন হাতে তুলে নেবে না। কোনও কুকর্মের দিকে এগবো না, বা তাকে প্রশ্রয় দেবে না। একবার যদি পুলিশের খাতায় নাম উঠে যায়, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অ্যান্টি র‍্যাগিং অ্যাওয়ারনেস প্রোগ্রামে এভাবেই পড়ুয়াদের সতর্ক করলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আশিস পাণিগ্রাহী। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‌্যাগিং কমিটি থাকলেও উপাচার্য না থাকায় সেই কমিটি কার্যকরী নেই। তাই আলাদা করে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠনে চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনার পরেই র‌্যাগিং রুখতে নড়েচড়ে বসেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। র‌্যাগিং নিয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে অ্যান্টি র‍্যাগিং অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল এদিন। বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়াম হলে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

আরও পড়ুন: হোয়াটস্যাপ গ্রুপের চ্যাটেই লুকিয়ে রহস্য! সৌরভকে ‘বাঁচাতে’ কী কথা হয়েছিল JUMH-এ, তদন্তে পুলিশ

পড়ুয়াদের সর্তক করে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য বলেন, ‘‘যদি পুলিশের খাতায় নাম উঠে যায় ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারণ, এখন যে কোনও চাকরির ক্ষেত্রেই পুলিশের ভেরিফিকেশন রিপোর্ট দরকার। একবার নাম উঠে গেলে আর ভাল কোনও জায়গায় চাকরি পাওয়া যাবে না।’’

advertisement

পাশাপাশি পড়ুয়ারা যাতে আইন নিজের হাতে না তুলে নেন তা নিয়েও পড়ুয়াদের সতর্ক করেন। র‌্যাগিং আটকাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলির জন্য একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে নিম্নচাপ, উত্তরে তুমুল দুর্যোগ, কেমন থাকবে দক্ষিণ? জেনে নিন

সহ উপাচার্য বলেন, ‘‘হোস্টেলের রুমগুলিতে নাম্বারিং করে, কোন পড়ুয়া কোন রুমে আছে তার সম্পূর্ণ বিবরণ যেমন থাকবে বিশ্ববিদ্যালয়ের কাছে তেমনি ওই তালিকা নোটিস বোর্ডেও দেওয়া থাকবে। পাশাপাশি, গেটে থাকবে রেজিস্টার। কোনও পড়ুয়া যদি রাত ১০ টার পরে হোস্টেলে বাইরে যায়, তাহলে সে কী কারণে বাইরে যাচ্ছে তা রেজিস্টারে লিখে জানতে হবে। এক একটি হোস্টেলে অন্তত দুটি করে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। প্রথমবর্ষের পড়ুয়াদের জন্য দুটি পৃথক ছাত্রাবাস থাকবে। একটি ছেলেদের ও একটি মেয়েদের।’’ উপাচার্য না থাকায় অ্যান্টি র‍্যাগিং কমিটি কার্যকরী না হওয়ায় ডিসিপ্লিনারি কমিটি গঠনের কথা  চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আশিস পাণিগ্রাহী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan University: যাদবপুর কাণ্ডের জের, র‍্যাগিং সম্পর্কে পড়ুয়াদের সতর্ক করল বর্ধমান বিশ্ববিদ্যালয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল