এদিন রাজ্যপাল তার ভাষণে আরও বলেন, "জীবন এবং প্রকৃতিই শ্রেষ্ঠ শিক্ষক। জ্ঞানকে কাজে রূপান্তরিত করতে হবে। কী করতে হবে, কী করা যাবে না এবং কখন করতে হবে সেটাই বড় কথা।"
আরও খবর: বড় খবর! Group D-এর ১, ৯১১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC-র, দ্রুত নিয়োগের তোড়জোড়
এদিন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা বলেন, "তিন বছর পরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হল। করোনার কারণে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এবারের অনুষ্ঠানে মোট ৪৮৬ জনকে পিএইচডি ও দু'জনকে ডিলিট উপাধি দেওয়া হয়েছে।"
advertisement
আরও পড়ুন: ইংরেজি পরীক্ষার 'প্রশ্নপত্র ফাঁস'! এ কী অভিযোগ করলেন সুকান্ত মজুমদার..
এই অনুষ্ঠানকে ঘিরে এদিন বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ছিল সাজো সাজো রব। রাজ্যপালের আগমন উপলক্ষে জেলাজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। প্রথা মেনে সমাবর্তন শুরুর পরে ভাষণ দিয়ে এদিনই কলকাতার উদ্দেশে রওনা দেন আচার্য রাজ্যপাল।