কালনা ফেরিঘাট থেকে বড় বড় ট্রাক ভেসেলে তুলে ভাগীরথী পার করানো হয়। সি সি টিভি ফুটেজ দেখা যাচ্ছে, ট্রাকটি ভেসেলে ওঠার পর সোজা এগিয়ে যায়, এরপর ভাগীরথীতে গিয়ে পড়ে। বালি বোঝাই ট্রাকটির ভিতর চালক ও খালাসি ছিলেন। তাঁরা ডুবে যাওয়া ট্রাকটি থেকে কোনওরকমে বেরিয়ে আসেন। ফেরিঘাটের কর্মী ও সেখানে উপস্থিত অন্যান্যরা তাঁদের উদ্ধার করেন।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভেসেলে ওঠার পর ট্রাকটির ব্রেক ফেল করায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আসানসোল থেকে নদিয়ার চাকদহে ট্রাকটি বালি নিয়ে যাচ্ছিল। তার মাঝেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য কালনায় খেয়া পারাপার বন্ধ হয়ে যায়। ট্রাক ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালনা থানার পুলিশ। চালক শাহবার হোসেন মন্ডল ও খালাসিকে পুলিশ আটক করে নিয়ে যায়।
কয়েক বছর আগে কালনায় ভাগীরথীতে নৌকাডুবির ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছিল। এরপর ফেরিঘাটের পরিকাঠামো বাড়ানো হয়। বসানো হয় সিসিটিভি। সেই সিসিটিভির ফুটেজেই ভেসেলে বালি বোঝাই ট্রাকটির ওঠা ও ভাগীরথীতে ডুব দেওয়ার ছবি ধরা পড়েছে। ভাগীরথীর ত্রিশ ফুট গভীরে তলিয়ে গিয়েছে ট্রাকটি।
পরবর্তী সময়ে যাতে এই ধরণের দুর্ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে আর কী কী করা প্রয়োজন, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এদিনই গলসির শিলাঘাটের কাছে দামোদরের অস্থয়ী সেতু থেকে একটি চার চাকার গাড়ি উল্টে যায়। গাড়িটিতে দুই শিশু-সহ ৮জন যাত্রী ছিলেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন।