TRENDING:

চন্দ্রযানের অবতরণ দেখতে মোদির সঙ্গী ইউসরা, ইসরোর কন্ট্রোলরুমে আমন্ত্রণ পেলেন বর্ধমানের ছাত্রী

Last Updated:

অন-লাইন কুইজে জিতে সুবর্ণ সুযোগ ডিপিএস বর্ধমানের নবম শ্রেণির ইউসরা আলমের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ যেন সত্যিই হাতে চাঁদ পাওয়া! ইসরোর কন্ট্রোলরুমে বসে চন্দ্রযান-দুইয়ের ল্যান্ডার বিক্রমের চাঁদে নামার দৃশ্য দেখবে বর্ধমানের কিশোরী। সঙ্গী হবেন খোদ প্রধানমন্ত্রী! অন-লাইন কুইজে জিতে সুবর্ণ সুযোগ ডিপিএস বর্ধমানের নবম শ্রেণির ইউসরা আলমের।
advertisement

৭ সেপ্টেম্বর চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-দুই। চন্দ্রযান দুইয়ের ল্যান্ডার বিক্রমের চাঁদে নামার সরাসরি সম্প্রচার করবে ইসরোর বেঙ্গালুরু কন্ট্রোল রুম। ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী হতে সেখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী। থাকবে বাংলার মেয়ে ইউসরা আলমও।

চাঁদে অবতরণের সাক্ষী থাকবে বিভিন্ন রাজ্যের ৬০ জন পড়ুয়া ৷ একটি অন-লাইন কুইজের মাধ্যমে ৬০ জনকে বেছে নিয়েছে ISRO ৷ পশ্চিমবঙ্গ থেকে ইসরোয় যাওয়ার সুযোগ পেয়েছে ২ জন ৷

advertisement

৬ সেপ্টেম্বর দুপুর দু’টোর মধ্যে বেঙ্গালুরুতে ইসরোর কার্যালয়ে পৌঁছতে হবে ইউসরাকে। সঙ্গে যাবেন তার বাবা। যাতায়াত-সহ যাবতীয় খরচ দেবে ইসরো কর্তৃপক্ষই।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চন্দ্রযানের অবতরণ দেখতে মোদির সঙ্গী ইউসরা, ইসরোর কন্ট্রোলরুমে আমন্ত্রণ পেলেন বর্ধমানের ছাত্রী