আগামী দুদিনও শীতের তেমন হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। গত দুদিনের মতো এদিন সকাল থেকে কুয়াশার তেমন দাপট ছিল না। কুয়াশার বদলে উত্তুরে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়েছে অনেকটাই।
সারাদিনে গরম পোশাকে উষ্ণতা খুঁজেছেন বাসিন্দারা। শীতের কারণে সকালে সেভাবে প্রাতর্ভ্রমণকারীদের রাস্তায় দেখা যায়নি। সন্ধ্যার পর থেকেই রাস্তাঘাট বাজার ফাঁকা হয়ে যায়। অনেকেই আগুন জ্বেলে উষ্ণতা খুঁজেছেন।
advertisement
আরও পড়ুন : কোভিড অতিমারিতে প্রয়াত স্ত্রীর ২.৫ লক্ষ টাকার সিলিকন মূর্তি বাড়িতে বসালেন প্রৌঢ়
আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে পাওয়া তথ্যে জানা গিয়েছে, এদিন আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।মালদহের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০. ৯ ডিগ্রি সেলসিয়াস, সেখানে বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করেছে। আকাশ মেঘমুক্ত হওয়ায় তাপমাত্রা দ্রুত নামছে বলে আবহবিদরা জানিয়েছেন। সেই সঙ্গে উত্তুরে হিমেল হাওয়া তার দোসর হয়েছে। আগামী দুদিন এই শীতের দাপট বজায় থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। তবে রবিবারের পর থেকে শীতের দাপট কমার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : হাসপাতাল অবধি আর যাওয়া হল না, শীতের সকালে কলকাতার কুয়াশামাখা পথেই প্রসব তরুণীর
জাঁকিয়ে শীত পড়ায় খুশি রাজ্য শস্যভান্ডার পূর্ব বর্ধমান জেলার আলুচাষিরা। তাঁরা জানিয়েছেন, রোদ ঝলমলে আবহাওয়া ও জাঁকিয়ে শীত আলু চাষের পক্ষে অনুকূল। এর ফলে গাছের ভালো বৃদ্ধি ঘটে। ফলন ভাল হয়। তাছাড়া শীত থাকলে আলু চাষে রোগ পোকার আক্রমণের সম্ভাবনাও কমে। তবে বোরো ধানের বীজতলার ক্ষেত্রে অতিরিক্ত শীত ক্ষতিকর বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা।