TRENDING:

500 Rupee Notes: নর্দমায় ভেসে এল বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট! টাকা কুড়োতে হুড়োহুড়ি এলাকায়!

Last Updated:

500 Rupee Notes: ড্রেনে ভাসছে ৫০০ টাকার বান্ডিল বান্ডিল নোট! কী হল তারপর? জানলে অবাক হবেন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর:  বৃহস্পতিবার বিকেল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে দুর্গাপুর ও পাশ্ববর্তী এলাকায়। বৃষ্টি থামতেই নতুন চমক এলাকায়! বৃষ্টির জলে ভেসে যাচ্ছিল ড্রেন। আর সেই ড্রেনেই ঘটল অবাক কাণ্ড! ড্রেনের জলে ভেসে আসতে শুরু করল বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট। ঘটনাটি ঘটে কাঁকসার কালিনগরে।
advertisement

ড্রেনে বান্ডিল বান্ডিল নোট ভেসে আসতে দেখে মুহূর্তে সেখানে ভিড় জমে যায় সাধারণ মানুষের। সেই টাকা ড্রেন থেকে তুলে নিতে শুরু করেন স্থানীয়রা! কিছুক্ষণের মধ্যেই সব টাকা উধাও হয়ে যায়! স্থানীয়রা সেই বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট কুড়িয়ে নেন ড্রেন থেকে! এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় থানায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ড্রেনটি আড়রা মোড় থেকে শুরু হয়েছে কালীনগর হয়ে ড্রেনটি চলে গিয়েছে। কি ভাবে এল এই টাকা গুলি বা কোথায়ই বা গেল তা নিয়ে চিন্তায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। এই টাকা আসল টাকা না নকল নোট তাও জানা যায়নি। কিন্তু বৃষ্টির বিকেলে এই ভাবে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট ভেসে আসতে দেখে স্বাভাবিক ভাবেই অবাক হন মানুষ! কোথা থেকে এল সেসব না ভেবেই আগে টাকা তুলে নিতে থাকেন স্থানীয়রা। মুহূর্তে ড্রেনের সব টাকা কুড়িয়ে নেন তাঁরা! টাকা শেষ হতেই এলাকা খালি হয়ে যায়! পুলিশ এসে তদন্ত শুরু করলেও এখনও জানা যায়নি এই টাকা এল কোথা থেকে? এই নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অর্পণ চক্রবর্তী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
500 Rupee Notes: নর্দমায় ভেসে এল বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট! টাকা কুড়োতে হুড়োহুড়ি এলাকায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল