ড্রেনে বান্ডিল বান্ডিল নোট ভেসে আসতে দেখে মুহূর্তে সেখানে ভিড় জমে যায় সাধারণ মানুষের। সেই টাকা ড্রেন থেকে তুলে নিতে শুরু করেন স্থানীয়রা! কিছুক্ষণের মধ্যেই সব টাকা উধাও হয়ে যায়! স্থানীয়রা সেই বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট কুড়িয়ে নেন ড্রেন থেকে! এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় থানায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ড্রেনটি আড়রা মোড় থেকে শুরু হয়েছে কালীনগর হয়ে ড্রেনটি চলে গিয়েছে। কি ভাবে এল এই টাকা গুলি বা কোথায়ই বা গেল তা নিয়ে চিন্তায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। এই টাকা আসল টাকা না নকল নোট তাও জানা যায়নি। কিন্তু বৃষ্টির বিকেলে এই ভাবে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট ভেসে আসতে দেখে স্বাভাবিক ভাবেই অবাক হন মানুষ! কোথা থেকে এল সেসব না ভেবেই আগে টাকা তুলে নিতে থাকেন স্থানীয়রা। মুহূর্তে ড্রেনের সব টাকা কুড়িয়ে নেন তাঁরা! টাকা শেষ হতেই এলাকা খালি হয়ে যায়! পুলিশ এসে তদন্ত শুরু করলেও এখনও জানা যায়নি এই টাকা এল কোথা থেকে? এই নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে।
advertisement
অর্পণ চক্রবর্তী